কলকাতা: লোকাল ট্রেনের লেটের জেরে জেরবার সাধারণ মানুষ। অথচ, এই লোকাল ট্রেন সঠিক সময়ে চলছে কি না সেই সংক্রান্ত তথ্যই নির্ভুলভাবে রেলের খাতায় নথিবদ্ধ হচ্ছে না। চাঞ্চল্যকর দাবি ক্যাগের রিপোর্টে। গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে, সাফাই পূর্ব রেলের।
ক্যাগের রিপোর্টে দাবি করা হয়েছে, লোকাল ট্রেন কতটা লেট, রেলের সেই তথ্যেই রয়েছে গলদ। ২০১৬ সালে, রেলের বিভিন্ন জোন থেকে তথ্য সংগ্রহ করে ২০১৭ সালের মার্চে রিপোর্ট প্রকাশ করে ক্যাগ।
সেই রিপোর্টে দাবি করা হয়েছে, রেলের বিভিন্ন জোনে লোকাল ট্রেন যতটা লেট করে, সেই তথ্য সঠিকভাবে রেলে নথিবদ্ধ হয় না।
ক্যাগ তাদের পর্যবেক্ষণে এ-ও দাবি করেছে, তথ্য সঠিকভাবে নথিবদ্ধ না হওয়ার জেরেই, ট্রেন লেটের ফলে রেলযাত্রীদের নিত্যদিনের সমস্যা সঠিক ভাবে চিহ্নিত করা হচ্ছে না। তাই মিলছে না কাঙ্খিত সমাধানসূত্রও।
ট্রেন ঠিক সময়ে চলছে কি না তা রেলে নথিবদ্ধ হয় আইসিএমএস অর্থাৎ‍, ‘ইন্টিগ্রেটেড কোচিং ম্যানেজমেন্ট সিস্টেম’ এর মাধ্যমে। ক্যাগের
রিপোর্টে ক্যাগ দাবি করেছে, এই ইন্টিগ্রেটেড কোচিং ম্যানেজমেন্ট সিস্টেমে এখনও অনেক ক্ষেত্রেই তথ্য নথিবদ্ধ করা হয় হাতে লিখে। সেখানেই ঘটে গলদ। তার জেরেই লেট সংক্রান্ত সঠিক পরিসংখ্যান রেলের কাছে নথিবদ্ধ হয় না।
নির্ভুল তথ্য নথিবদ্ধ করতে রেলকে ১১টি পরামর্শও দিয়েছে ক্যাগ। পূর্ব রেলের বক্তব্য, এ বিষয়ে, যদি কোনও রেলকর্মীর গাফিলতি প্রমাণিত হয় সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু, সাধারণ যাত্রীদের একটাই প্রশ্ন, কোন ট্রেন কতটা লেটে চলছে, সেই তথ্যটুকুও যদি সঠিকভাবে রেলের হাতে না থাকে, তাহলে সমস্যার সমাধান হবে কী ভাবে?