নয়াদিল্লি: লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক কর্নেল সমেত ২০ জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্য়ুর পর ক্রমশঃ জোরদার হতে থাকা চিনের তৈরি পণ্য বয়কটের ডাকে সমর্থন চেয়ে মুকেশ অম্বানি ও আরও ৫০ জন প্রথম সারির দেশীয় শিল্পপতিকে চিঠি লিখল বণিক সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)।  তারা ভারতের বাজার থেকে চিনা পণ্য বয়কটের দাবিতে প্রচার আন্দোলনে নেমেছে। তাতে রিলায়েন্স চেয়ারম্যানকে পাশে চায় তারা।


দেশের ৬ কোটির ওপর ব্য়বসায়ীর এই মঞ্চ চিঠিতে লিখেছে,  সিএআইটি অম্বানির নেতৃত্বাধীন শিল্পপতিদের গোষ্ঠীকে মূল্যবান শরিক হিসাবে তাদের আন্দোলনে সামিল হওয়ার আমন্ত্রণ জানিয়েছে, যে গণ আন্দোলনের চিনের ওপর নির্ভরতা কমিয়ে গোটা দুনিয়ার অতি বৃহত্ শক্তি বা সুপারপাওয়ার হয়ে ওঠার লক্ষ্যে ভারতের যাত্রাকে নতুন চেহারা দেওয়ার, তাতে গেম চেঞ্জার হয়ে ওঠার ক্ষমতা আছে, তাতে তাঁদের সমর্থন চাই।


চিন থেকে  চার ধরনের পণ্য আমদানি করে ভারত। পুরোপুরি তৈরি পণ্য, কাঁচামাল, ভারতে জুড়ে তৈরির জন্য যন্ত্রাংশ  ও প্রযুক্তি পরিচালিত পণ্যসামগ্রী। ধাপে  ধাপে ভারতে চিনা মালপত্র বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সিএআইটি। প্রথম পর্যায়ে তারা প্রায় ৪৫০টি বিস্তারিত ক্যাটেগরির চিহ্নিত তালিকা থেকে সম্পূর্ণ তৈরি পণ্য বাছাই করেছে। ওই ক্যাটেগরিতে পড়ছে  ৩ হাজারের বেশি পণ্য, যেগুলি ইতিমধ্যেই ভারতে তৈরি হচ্ছে।


মুকেশ ছাড়াও রতন টাটা, এন আর নারায়ণমূর্তি, গৌতম আদানি, আজিম প্রেমজি, আদি গোদরেজ, অজয় পিরামল, কুমার মঙ্গলম বিড়লা, বিক্রম কির্লোস্কার, সুনীল ভারতী মিত্তল, রাহুল বাজাজ, আনন্দ মহেন্দ্র, উদয় কোটাক, নুসলি ওয়াদিয়া, পালনজি মিস্ত্রী প্রমুখ শিল্পপতির সমর্থন চেয়ে চিঠি দিয়েছে সর্বভারতীয় বণিক সংগঠনটি।