নয়াদিল্লি: লোকসভা ভোটে জয়ের পর ধর্ষণে অভিযুক্ত দলীয় বিধায়ক কুলদীপ সিংহ সেনগারকে সীতাপুরে জেলে গিয়ে দেখে এলেন উন্নাওয়ের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। সেনগারকে ১৬ বছরের একটি মেয়ের ধর্ষণের অভিযোগে গত বছরের আগস্টে গ্রেফতার করে সিবিআই। লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে সেনগারের বাড়িও গিয়েছিলেন সাক্ষী। সেনগার উন্নাওয়েরই বিধায়ক।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আজ জেলে সেনগারের সঙ্গে সাক্ষাতের পর সাক্ষী বলেছেন, অনেকদিন হল উনি এখানকার কারাগারে আছেন। ভোটে জয়ের পর ওনার সঙ্গে দেখা করে ধন্যবাদ দিতেই এসেছিলাম।
কেন্দ্রীয় তদন্ত সংস্থা শিশু, নাবালকদের যৌন নিগ্রহ রোধ আইনের (পকসো)কঠোর ধারা প্রয়োগ করেছে সেনগারের বিরুদ্ধে। নির্যাতিত মেয়েটির বাবার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত করা হয়েছে সেনগারের ভাই জয়দীপ সিংহ ও আরও ৫ জনকে।
সিবিআই বলেছে, বিধায়ক সেনগার, তাঁর ভাইকে অপমান করেছেন, এহেন অভিযোগে ধর্ষিতার বাবাকে মারধর করা হয়েছিল। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু জেলে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে ভর্তির পরদিন সকালেই তিনি মারা যান।
মেয়েটির বিধায়কের হাতে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এসেছিল গত বছরের ৮ এপ্রিল। পুলিশ অভিযুক্ত বিধায়ক সেনগারের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নিচ্ছে না বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লখনউয়ের সরকারি বাসভবনের বাইরে গায়ে আগুন দেওয়ার চেষ্টা করে মেয়েটি। সেনগার ২০১৭র ৪ জুন তাকে ধর্ষণ করেন বলে দাবি করে তার পরিবার।
এ ঘটনায় তিনটি মামলা করে উন্নাও পুলিশ। এ নিয়ে প্রবল শোরগোল হওয়ায় রাজ্য সরকার শেষ পর্যন্ত তদন্তভার হস্তান্তর করে সিবিআইকে।
জেলে গিয়ে ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়কের সঙ্গে দেখা করলেন সাক্ষী মহারাজ, বললেন, ভোটের পর ধন্যবাদ জানাতে এসেছিলাম!
Web Desk, ABP Ananda
Updated at:
05 Jun 2019 07:55 PM (IST)
কেন্দ্রীয় তদন্ত সংস্থা শিশু, নাবালকদের যৌন নিগ্রহ রোধ আইনের (পকসো)কঠোর ধারা প্রয়োগ করেছে সেনগারের বিরুদ্ধে। নির্যাতিত মেয়েটির বাবার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত করা হয়েছে সেনগারের ভাই জয়দীপ সিংহ ও আরও ৫ জনকে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -