নয়াদিল্লি: গাড়ি চালানোর সময় নেভিগেটর দেখার জন্য ব্যবহার করা যাবে মোবাইল ফোন। কেন্দ্রীয় মোটর ভেইকেল আইনের পরিবর্তন করে আনা বল নতুন নিয়ম। কার্যকর হবে ১ অক্টোবর থেকে।

সড়ক পরিবহন ও হাইওয়ে দপ্তর সূত্রে বলা হয়েছে, 'বর্তমানে রাস্তা না চেনবার জন্য অনেকেই মোবাইল ফোনের নেভিগেটর ব্যবহার করেন। সঠিকস্থানে পৌঁছাতে অনেকেই গুগল বা সিরি নেভিগেটর ব্যবহার করেন। তবে এই কারণে গাড়ি চালানোর থেকে মনোযোগ সরে যায় না চালকের। বরং রাস্তা চিনতে সুবিধা হয়।'

২০১৯ সালে প্রথম কেন্দ্রীয় মোটর ভেইকেল আইনে এই পরিবর্তনের কথা আপিল করা হয়। অবশেষে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর সেই পরিবর্তনে শিলমোহর পড়ে। আশা করা হচ্ছে এই পরিবর্তনের ফলে আইটি বিষয়ক নির্ভরশীলতা বাড়তে। তাতে একদিকে যেমন ট্রাফিক আইনেক সুবিধা হবে তেমনই এড়ানো যাবে চালক দুর্ভোগ।

গাড়ির লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্রের বৈধতা পরীক্ষার ক্ষেত্রেও এতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।