অন্য ধর্মের দেবদেবীর পুজো করলে মুসলিম বলা যায় না নিজেদের! বারাণসীতে মহিলাদের দেওয়ালি পালনের পর ফতোয়া দারুলের
Web Desk, ABP Ananda
Updated at:
21 Oct 2017 07:30 PM (IST)
প্রতীকী চিত্র
নয়াদিল্লি: বারাণসীতে দেওয়ালি পালনে সামিল মুসলিম মহিলাদের বিতর্কিত ফতোয়া দারুল উলুম দেওবন্দের। তাঁরা দেওয়ালি উপলক্ষ্যে আরতি করেছেন। ওই মহিলাদের উদ্দেশ্যেই দারুল জানিয়ে দিল, অন্য ধর্মের দেবদেবীর পূজা-অর্চনা করায় তাঁদের আর মুসলিম সম্প্রদায়ের কেউ বলা যায় না।
দারুলের এক প্রতিনিধি সংবাদ সংস্থাকে বলেন, কেউ আল্লাহ বাদে আর কোনও দেবদেবীর পুজো করলে আর মুসলিম থাকে না।
বারাণসীকে দেওয়ালির সময় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতেই মুসলিম মহিলাদের নিয়ে আরতি, রামের প্রতি প্রার্থনার আয়োজন করেছিল মুসলিম মহিলা ফেডারেশন ও বিশাল ভারত সংস্থান নামে দুটি সংগঠন। আরতি, রামের উদ্দেশ্যে পূজাপাঠ হয়। অংশগ্রহণকারী মুসলিম মহিলাদের প্রতিনিধি নাজনিন আনসারি সেখানে বলেন, শ্রীরাম আমাদের পূর্বসূরী। নাম, ধর্ম বদলানো যায়, কিন্তু নিজেদের পূর্বসূরীকে কিভাবে পাল্টে ফেলব? ভগবান রামের গুণগান করলে হিন্দু, মুসলিমদের মধ্যে বিভেদ তো ঘুচবেই, ইসলামের উদারতার পরিচয়ও ফুটে উঠবে।
কিন্তু এই যুক্তি গ্রহণ করেনি দারুল।
গত বুধবারই নিষেধাজ্ঞা জারি করে মুসলিম পুরুষ, মহিলাদের সোস্যাল মিডিয়ায় নিজেদের বা পরিবারের সদস্যদের ছবি পোস্ট করতে বারণ করে তারা।এমনকি এ মাসের গোড়ায় তারা ফতোয়া দেয়, মুসলিম মেয়েরা দূরে থাকুন বিউটি পার্লার থেকে, সেখানে গিয়ে ভ্রু প্লাক করা, চুল কাটা চলবে না, কারণ এসব 'ইসলাম-বিরোধী'!
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -