নয়াদিল্লি: কালো টাকার লেনদেন রোখার জন্য কেন্দ্র এবার আগামী ১ এপ্রিল থেকে ৩ লক্ষ টাকার বেশি যে কোনও ধরনের নগদ লেনদেন নিষিদ্ধ করার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।


এদিন সংসদে ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে জেটলি বলেছেন, কালো টাকা সম্পর্কে সুপ্রিম কোর্টের গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) একটি নির্দিষ্ট সীমার বেশি নগদ লেনদেন বন্ধ করার প্রস্তাব দিয়েছিল। সেই সুপারিশের ভিত্তিতেই তিন লক্ষ টাকার বেশি নগদ লেনদেন নিষিদ্ধ করা হবে।

উল্লেখ্য, বিচারপতি এমবি শাহ (অবসরপ্রাপ্ত)-র নেতৃত্বাধীন কমিটি কালো টাকা নিয়ন্ত্রণে পদক্ষেপ সম্পর্কে সুপ্রিম কোর্টের কাছে গত জুলাইতে তাদের পঞ্চম রিপোর্ট পেশ করেছিল। এই রিপোর্টে নগদ লেনদেনের সীমা বেঁধে দেওয়ার সুপারিশ করা হয়েছিল। কমিটি ৩ লক্ষ টাকার বেশি লেনদেন নিষিদ্ধ করার সুপারিশ করেছিল। এর বেশি অর্থ নগদে লেনদেন করা হলে তা বেআইনি ও শাস্তিযোগ্য করারও প্রস্তাব দিয়েছিল কমিটি।