চেন্নাই: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের বাড়িতে চুরি। খবরে প্রকাশ, কয়েকদিন আগে এই শীর্ষ কংগ্রেস নেতার বাড়ি থেকে প্রায় ২.৫ লক্ষ টাকা মূল্যের নগদ ও গয়না চুরি হয়েছে। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, নগদে প্রায় ১.৫ লক্ষ এবং আরও ১ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না খোয়া গিয়েছে। তবে, বিষয়টি সামনে এসেছে রবিবার। পুলিশের প্রাথমিক অনুমান, মন্ত্রীর বাড়িতে যারা কাজ করে, তাদের মধ্যেই কেউ চুরি করেছে। থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশি তদন্ত চলছে।
পি চিদম্বরমের বাড়িতে চুরি, খোয়া গিয়েছে ২.৫ লক্ষ টাকার নগদ-গয়না
Web Desk, ABP Ananda
Updated at:
08 Jul 2018 01:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -