নয়াদিল্লি: যে সব ক্রেতারা ডিজিটালি লেনদেন করছেন জিনিসের সর্বাধিক খুচরো দামের ওপর ছাড় পাবেন তাঁরা। এই ছাড় হবে ১০০ টাকা পর্যন্ত। অনলাইন লেনদেনকে উৎসাহ দিতে নরেন্দ্র মোদী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
এ ব্যাপারে প্রস্তাবটি তৈরি করছে রাজস্ব বিভাগ। তারা ঠিক করেছে, যে সব ব্যবসায়ীরা অনলাইনে লেনদেন করছেন, তাঁরা ডিজিটাল মোডের মাধ্যমে যে টাকা খাটিয়েছেন তার ওপর একটা ক্যাশব্যাক পাবেন। ৪ মে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বে জিএসটি কাউন্সিলের সামনে রাখা হবে এই প্রস্তাব।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর অফিসে একটি বৈঠকে ডিজিটাল লেনদেনকে উৎসাহ দেওয়া সংক্রান্ত এই প্রস্তাবটি ইতিমধ্যেই রাখা হয়েছে। ঠিক হয়েছে, ক্যাশব্যাক ছাড়াও ডিজিটাল মোডে লেনদেনের পরিমাণের ওপর ব্যবসায়ীরা করছাড় পেতে পারেন। তা ছাড়া জিএসটি সংক্রান্ত ক্ষেত্রেও কিছুটা সুবিধে পেতে পারেন তাঁরা। তবে রাজস্ব বিভাগ মূলত জোর দিচ্ছে ক্যাশব্যাকের ওপরেই।
সরাসরি কর বা ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রেও এ ধরনের কোনও সুযোগ দেওয়া যায় কিনা তা নিয়ে প্রধানমন্ত্রীর অফিসের বৈঠকে আলোচনা হয়েছে।
অনলাইন লেনদেন উৎসাহ দিতে এবার ব্যবসায়ী, খদ্দেরদেরও ক্যাশব্যাক দেওয়ার পথে কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Apr 2018 02:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -