চেন্নাই: কাবেরী জলবন্টন ইস্যুতে উত্তপ্ত তামিলনাড়ু সফরে গিয়ে কালো পতাকা দেখলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আজ তিরুবিদানথিতে ভারতের মেগা প্রতিরক্ষা প্রদর্শনী ডিফেক্সপো-র আনুষ্ঠানিক উদ্বোধন করতে চেন্নাই পৌঁছতেই তামিল সংগঠনগুলির মঞ্চ টিভিকে ও স্থানীয় বিধায়ক থামিমুন আনসারির নেতৃত্বাধীন একটি সংগঠনের সদস্যরা বিক্ষোভ শুরু করে। বিমানবন্দর চত্বরে স্লোগান দেন প্রবীণ চিত্র পরিচালক ভারতীরাজা ও আমির। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়, কয়েকজনকে আটকও করে।
প্রধানমন্ত্রীর সফরের প্রতিবাদে ও কেন্দ্র কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গঠন না হওয়ায় ডিএমকে প্রধান এম করুণানিধি, দলের অস্থায়ী সভাপতি এম কে স্ট্যালিন, রাজ্যসভা এমপি কানিমোঝির বাসভবনের মাথায় কালো পতাকাও লাগানো হয়। এরোডে ডিএমকে সদস্যরা কালো বেলুন ছাড়ে। প্রায় ৫০ জনকে আটক করে পুলিশ। গতকালই মোদীর সফরের প্রতিবাদে কালো পতাকা প্রদর্শনের সিদ্ধান্ত জানিয়েছিল তামিল গোষ্ঠীগুলি।
এর মধ্যেই অভিনেতা কমল হাসান সোস্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রীকে কাবেরী জলবন্টন ইস্যুতে ব্যবস্থা নিতে আবেদন করেছেন। মাক্কাল নিধি মাইয়াম নেতা কমলের অভিমত, রাজ্যবাসীর ধারণা, ১২ মে কর্নাটকে বিধানসভা ভোট রয়েছে বলে কাবেরী ইস্যুতে বোর্ড গঠনে বিলম্ব হচ্ছে। ট্যুইটার হ্যান্ডলে দেওয়া ভিডিওতে কমল বলেছেন, আমি চাই, এই ধারণা কেটে যাক। ভোটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষ। কাবেরী বিতর্কে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বোর্ড গঠনের প্রক্রিয়া তরান্বিত করতে আপনি ব্যবস্থা নিন। নর্মদার জলের ইস্যুতে ন্যয়বিচার দিতে কোনও দেরি হয়নি, তবে এ ক্ষেত্রে কেন হচ্ছে, প্রশ্ন করেন কমল।
পাশাপাশি প্রধানমন্ত্রীকে তামিলনাড়ুর পাশাপাশি কর্নাটকের জনগণকে ন্যয়বিচার দিতেও আবেদন জানিয়েছেন কমল। মোদীকে চিঠিও লিখেছেন কমল। যে বিষয়গুলি ভিডিওতে রাখতে পারেননি, সেগুলি চিঠিতে উল্লেখ করে প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় তাঁর ভরসা আছে, তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলেও মন্তব্য করেন।
মোদীকে চেন্নাইয়ে কালো পতাকা কাবেরী ইস্যুতে, 'ভোটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষ', ভিডিওতে কমল হাসান
Web Desk, ABP Ananda
Updated at:
12 Apr 2018 02:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -