‘লিপস্টিক আন্ডার মাই বরখা’: সংস্কৃতি, ঐতিহ্য রক্ষার সাফাই পহলাজ নিহালনির, ছাড়পত্র নয়, দাবি মুসলিম গোষ্ঠীর
web desk, ABP Ananda | 25 Feb 2017 07:40 PM (IST)
মুম্বই: ‘মহিলা কেন্দ্রিক’, ‘কুরুচিকর ভাষা’ রয়েছে, এমন কারণ দেখিয়ে প্রকাশ ঝা-য়ের প্রযোজনায় তৈরি ‘লিপস্টিক আন্ডার মাই বরখা’ ছবিটিকে ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড। এ নিয়ে ক্ষোভ ছড়ালেও বোর্ড প্রধান পহলাজ নিহালনির সাফাই, সিবিএফসি সরকারের অংশ। শুধু ছবি ছাড়পত্র দেওয়ার মধ্যেই তাদের দায়িত্ব সীমাবদ্ধ নয়, দেশের ঐতিহ্য, সংস্কৃতি রক্ষাও তার কাজের মধ্যে পড়ে। সঠিক ছবিগুলি যাতে মানুষ দেখতে পায়, সেজন্য সিবিএফসি-কে দরকার। আমি যতক্ষণ আছি, ততক্ষণ এই স্থিতাবস্থা চলবে। আমরা গাইডলাইন মেনে চলব। আমার যেসব কর্মচারী, অফিসার সরকারি নিয়মনীতি সততার সঙ্গে মেনে চলছেন, তাঁদের ধন্যবাদ দিচ্ছি। সংশিষ্ট ছবিটি সম্পর্কে তাঁর দাবি, ছবির টাইটেল আটকাইনি আমরা। যে মহিলা ক্ষমতায়নের কথা বলা হচ্ছে, আমরাও তার পক্ষেই, কিন্তু বিষয়টি যেভাবে তুলে ধরা হয়েছে, তাতে আপত্তি রয়েছে আমাদের। এবার ছবিটিকে প্রদর্শনের সম্মতি না দিতে কেন্দ্রীয় ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের (সিবিএফসি)কাছে দাবি জানিয়েছে একটি অখ্যাত মুসলিম গোষ্ঠী। অল ইন্ডিয়া মুসলিম তেহওয়ার কমিটি নামে সংগঠনটির মধ্যপ্রদেশ শাখার দাবি, ছবিটি ‘আমাদের মেয়েদের পক্ষে 'মর্যাদা হানিকর', 'ইসলামের পরিপন্থী’। অলঙ্কৃতা শ্রীবাস্তব পরিচালিত ও কঙ্কনা সেন শর্মা, রত্না পাঠক অভিনীত ছবিটি টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে স্পিরিট অব এশিয়া ও মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালে লিঙ্গ সাম্যের ওপর সেরা ছবির পুরস্কার পেয়েছে। এদিকে ছবিটির ছাড়পত্র প্রত্যাখ্যানের পরিপ্রেক্ষিতে এদিন মুখ খুলেছেন পরিচালক কবীর খান। বজরঙ্গী ভাইজান পরিচালকের বক্তব্য, ছবি দেখা না দেখাটা ব্যক্তিগত ব্যাপার। কারও ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায় না। সিবিএফসি-তে দু-তিনজন লোক বসে ঠিক করতে পারেন না, মানুষ কোন ছবি দেখবেন, কোনটা দেখবেন না। সিবিএফসি-র বিরুদ্ধে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির একজোট হয়ে নিজেদের মত বলিষ্ঠ ভাবে তুলে ধরা উচিত।