নয়াদিল্লি: ভিভিআইপি চপার কেলেঙ্কারি, শিল্পপতি বিজয় মাল্যের বিরুদ্ধে ব্যাঙ্কঋণ জালিয়াতি মামলা সহ বেশ কয়েকটি ভিভিআইপি মামলার তদন্তে গতি আনতে বিশেষ তদন্ত দল (সিট) গড়ল সিবিআই। সিট-এর মাথায় থাকবেন সংস্থার অতিরিক্ত ডিরেক্টর রাকেশ আস্থানা।

তিনি গুজরাত ক্যাডারের ১৯৮৪ সালের আইপিএস অফিসার। ২০০২ সালে গুজরাতের গোধরা স্টেশনে সবরমতী এক্সপ্রেসের কামরা জ্বালিয়ে দেওয়ার ঘটনায় গঠিত সিট-এর নেতৃত্ব দিয়েছিলেন তিনি। যুক্ত ছিলেন পশুখাদ্য কেলেঙ্কারি মামলার তদন্তেও।

সিবিআই সূত্রের খবর, শুধুমাত্র চপার দুর্নীতি ও মাল্যর বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা ব্যাঙ্কঋণ না মেটানোর অভিযোগ সংক্রান্ত মামলার তদন্ত করবে এই দলটি।

সূত্রের খবর, ইতালির আদালতে ফিনমেকানিকা ও তাদের সহযোগী ব্রিটিশ সংস্থা অগুস্তা ওয়েস্টল্যান্ডের প্রাক্তন মাথারা দোষী সাব্যস্ত হওয়ার পর চপার ডিল সম্পর্কে সিবিআইয়ের উপলব্ধি বদলে গিয়েছে। অভিযোগ ছিল, চপার সরবরাহের বরাত কব্জা করা হয়েছে ভারতে কয়েকজনকে মোটা অর্থ ঘুষ দিয়ে। সূত্রটি জানিয়েছে, ইতালির মিলানের আদালতের রায়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে, বরাত পেতে সত্যিই ঘুষ দিয়েছিল অগুস্তা ওয়েস্টল্যান্ড। ওই ঘুষের অর্থ কাদের পকেটে গিয়েছে, তা খতিয়ে দেখবে সিট। কীভাবে অর্থের লেনদেন হয়েছে, তা জানবে তারা। এ ব্যাপারে যে লেটার্স রোগেটরি পাঠানো হয়েছে, তার জবাবের অপেক্ষা করা হচ্ছে।