নয়াদিল্লি: সিবিএসই দ্বাদশের পরীক্ষার ফলে বাজিমাত তিন কন্যার।

 

প্রথম দিল্লির দিল্লির অশোক বিহারের মন্টফোর্ট স্কুলের ছাত্রী সুকৃতি গুপ্ত। দ্বিতীয় হরিয়ানার কুরুক্ষেত্রের টেগোর পাবলিক স্কুলের পলক গোয়েল। তৃতীয় স্থানে হরিয়ানারই কারনালের সেন্ট টেরিজা স্কুলের ছাত্রী সৌম্যা উপ্পল। তাঁর সঙ্গে যুগ্মভাবে ভাগ করে নিয়েছেন চেন্নাইয়ের পিএসবিবি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র অজিশ সেকার।

 

সিবিএসই-র দ্বাদশ শ্রেণিতে এবার মোট পরীক্ষার্থী ছিল ১০ লক্ষ ৬৫ হাজার ১৭৯। গতবারের থেকে যা ২.৩৮ শতাংশ বেশি। এবার সিবিএসই দ্বাদশে পাশের হার ৮৩.০৫ শতাংশ। গতবার এই পাশের হার ছিল ৮২ শতাংশ।

এবার মেয়েদের পাশের হার ৮৮.৫৮ শতাংশ। ছেলেদের ৭৮.৮৫ শতাংশ।

 

সার্বিক সাফল্যের নিরিখে এগিয়ে দক্ষিণ ভারত। পাসের হারে অন্যদের টেক্কা দিয়েছে তিরুঅনন্তপুরম।এবার পাসের হার ৮৩.০৫ শতাংশ। সার্বিকভাবে ছেলেদের তুলনায় ভাল ফল মেয়েদের। শুধু প্রথম তিনে জায়গা করে নেওয়াই নয়। পাশের হারেও এবার ছেলেদের ধারেকাছে ঘেঁষতে দেয়নি মেয়েরা!

 

প্রথম হওয়া সুকৃতি মোট ৫০০ নম্বরের মধ্যে পেয়েছেন ৪৯৭। শতাংশের হিসেবে ৯৯.৪। সুকৃতির মা-ও ১৯৮৪ সালে সিবিএসইতে দেশের মধ্যে নজরকাড়া ফল করেছিলেন। সাফল্যের সেই ধারা এবার বজায় রাখলেন মেয়ে!

 

৫০০- মধ্যে ৪৯৬ নম্বর পেয়ে দ্বিতীয় পলক। তাঁর চেয়ে এক নম্বর কম পেয়ে তৃতীয় স্থানে সৌম্যা। তাঁর সঙ্গে যুগ্মভাবে তৃতীয় হয়েছেন অজিশ।

 

এবারই প্রথম ডিজিটাল মার্কশিট দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। ফলপ্রকাশের পরে শনিবার থেকেই শুরু হয়েছে টেলিকাউন্সেলিং। চলবে ৪ জুন পর্যন্ত।