জাতীয় পতাকার অসম্মান নয়, সুনিশ্চিত করতে অনুমোদিত স্কুলগুলিকে নোটিস সিবিএসই-র
Web Desk, ABP Ananda | 17 Mar 2017 06:52 PM (IST)
নয়াদিল্লি: জাতীয় পতাকা সংক্রান্ত কোড যথাযথ পালিত হচ্ছে, কোনও অসম্মান হচ্ছে না জাতীয় মর্যাদার, তা সুনিশ্চিত করতে হবে। সার্কুলার পাঠিয়ে নিজেদের অধীনস্থ সব স্কুলকে নির্দেশ দিল সিবিএসই। সার্কুলারে বলা হয়েছে, সিবিএসই অনুমোদিত স্কুলগুলিকে ২০০২-এর ভারতের ফ্ল্যাগ কোড ও ১৯৭১ এর জাতীয় মর্যাদার প্রতি অবমাননা রোধ আইনের ধারাগুলি অক্ষরে অক্ষরে পালন সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হচ্ছে। ফ্ল্যাগ কোড অনুসারে জাতীয় পতাকা বানাতে হবে শুধুমাত্র হাতে বোনা উল, সুতি, খাদি বা সিল্কের কাপড়ে, সঠিক আয়তন মেনে এবং কখনই বাণিজ্যিক উদ্দেশ্যে তার ব্যবহার চলবে না। কোডে এও বলা হয়েছে, স্কুল বা কোনও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হলে স্কুলে খোলা জায়গায় বর্গাকৃতি চেহারায় জমায়েত করতে হবে। তিনদিকে সার দিয়ে দাঁড়াবে পড়ুয়ারা, অবশিষ্ট দিকের মাঝখানে দাঁড়াবে পতাকা উত্তোলনকারী টিম। পতাকাকে স্যালুট করার পর জাতীয় সঙ্গীত গাইতে হবে। আর জাতীয় মর্যাদা অবমাননা রোধ আইনে প্রকাশ্য স্থানে জাতীয় পতাকা পোড়ানো, বিকৃত করা, নষ্ট করা বা পদদলিত করা নিষিদ্ধ। সিবিএসই পরিচালিত স্কুলগুলিকে কোনও অনুষ্ঠানে প্লাস্টিকের তৈরি পতাকার পরিবর্তে কাগজের ফ্ল্যাগ ব্যবহার করতে বলা হয়েছে। সেইসঙ্গে বলে দেওয়া হয়েছে, অনুষ্ঠান হয়ে গেলে মাটিতে জাতীয় পতাকা ফেলে যাওয়া চলবে না। প্রসঙ্গত, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সিবিএসই-র অধীনে দেশে ১৮৫৪৬টি ও বাইরের ২৫টি দেশে ২১০টি স্কুল রয়েছে।