নয়াদিল্লি: সিবিএসই দ্বাদশ শ্রেণির অর্থনীতি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় হিমাচল প্রদেশের উনা থেকে তিনজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। স্পেশাল কমিশনার (ক্রাইম) আর পি উপাধ্যায় জানিয়েছেন, ধৃতদের নাম রাকেশ কুমার, অমিত শর্মা ও অশোক কুমার। রাকেশ উনার একটি স্কুলের অর্থনীতির শিক্ষক। তিনি আট বছর ধরে সেখানে শিক্ষকতা করছেন। অমিত ও অশোক ওই স্কুলেরই কর্মী।


দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার আরও জানিয়েছেন, গত ২৩ মার্চ অর্থনীতি পরীক্ষার তিনদিন আগে কম্পিউটার সায়েন্স পরীক্ষা ছিল। সেদিন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের স্ট্রংরুম থেকে কম্পিউটার সায়েন্সের প্রশ্নপত্র নেওয়ার পাশাপাশি অর্থনীতির প্রশ্নপত্রও নেন রাকেশ। তিনি যে স্কুলে সেন্টার সুপারিন্টেন্ডেন্ট ছিলেন, সেখানে কম্পিউটার সায়েন্সের প্রশ্নপত্র দিলেও, অর্থনীতির প্রশ্নপত্র তুলে দেন দুই সহকর্মীর হাতে। তাঁরা সেই প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রাকেশকে পাঠিয়ে দেন। রাকেশ এরপর তাঁর এক ছাত্রকে দিয়ে সেই প্রশ্নগুলির উত্তর লিখিয়ে নেন। এরপর তিনি চণ্ডীগড়ে তাঁর এক আত্মীয়র ছেলেকে সেই প্রশ্ন ও উত্তর পাঠিয়ে দেন। সেই ছেলেটি সিবিএসই পরীক্ষা দিচ্ছিল। এভাবেই ফাঁস হয়ে যায় প্রশ্ন। অন্তত ৪০টি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়ে প্রশ্ন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, আত্মীয়র ছেলে অর্থনীতিতে দুর্বল হওয়ায় তাকে সাহায্য করার জন্যই প্রশ্ন ও উত্তর বলে দেন রাকেশ। যদিও এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তদন্ত করা হচ্ছে।