নয়াদিল্লি: সিবিএসই স্কুলগুলির পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা, কর্মী এবং পড়ুয়াদের বাবা-মায়ের ক্রোধ নিয়ন্ত্রণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হল। সিবিএসই-র অধীনে থাকা সব স্কুলকে ‘ক্রোধমুক্ত অঞ্চল’ হিসেবে গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলে সাইনবোর্ড লাগানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও প্রচার চালাতে বলা হয়েছে।


স্কুলগুলিকে পাঠানো এক নির্দেশিকায় সিবিএসই সচিব অনুরাগ ত্রিপাঠি বলেছেন, ‘এই উদ্যোগের ফলে আমাদের পড়ুয়াদের উপযুক্ত দক্ষতা গড়ে উঠবে এবং তারা ভয়, অশ্রদ্ধা, অপমান ও আঘাতের মতো আবেগগুলি দূর করতে পারবে। এই সব আবেগই ক্রোধের ফলে তৈরি হয়। এই পরিবর্তনের ফলে শিশুরা মানসিকভাবে আরও সক্রিয় ও আবেগের দিক থেকে সম্পদশালী হয়ে উঠবে।’

এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, ‘বিভিন্ন ধরনের খেলা, যোগাসন ও শিল্পকলা শিক্ষার মাধ্যমে স্কুলে আনন্দদায়ক শিক্ষার পরিবেশ গড়ে তোলা সম্ভব। এর ফলে ক্রোধ কমে যাবে। ক্রোধ দূর করার জন্য স্কুলে আনন্দের পরিবেশ গড়ে তুলতে হবে। এর জন্য সামান্য কয়েকটি পরিবর্তন আনলেই হবে। পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের দিকে তাকিয়ে হাসা, পড়ুয়া সহ সবার সঙ্গে শান্তভাবে কথা বলা, সবসময় মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকা, মনকে শান্ত রাখার অনুশীলন অভ্যাস করা উচিত। তার ফলেই বদল আসবে।’