নয়াদিল্লি: বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়ারা এবার থেকে কম্পিউটার বা ল্যাপটপের সাহায্যে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার উত্তর লিখতে পারবে বলে জানাল সিবিএসই। সম্প্রতি সিবিএসই-র পরীক্ষা বিষয়ক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সুবিধা পাওয়ার জন্য সংশ্লিষ্ট পড়ুয়াদের ডাক্তার বা মনরোগ বিশেষজ্ঞর শংসাপত্র জমা দিতে হবে এবং পরীক্ষার সময় ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহারের উপযুক্ত কারণ দেখাতে হবে।

সিবিএসই-র পক্ষ থেকে নির্দেশিকায় জানানো হয়েছে, ‘প্রশ্ন শোনা, বড় হরফে প্রশ্ন দেখা এবং উত্তর লেখার জন্যই কম্পিউটার ব্যবহার করা যাবে। পরীক্ষার্থীদের নিজেদের কম্পিউটার বা ল্যাপটপ আনতে হবে। কম্পিউটারের একজন শিক্ষককে দিয়ে পরীক্ষার পরেই পরীক্ষাকেন্দ্রে কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে যাওয়ার অনুমতি দেবেন সেন্টার সুপারিনটেন্ডেন্ট। এই কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ থাকা চলবে না। পরীক্ষার আগেই স্কুলের মাধ্যমে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের কম্পিউটারে পরীক্ষা দেওয়ার কথা জানাতে হবে।’

সিবিএসই-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কোনও বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়ার স্কুলে ৫০ শতাংশ উপস্থিতি থাকলেই, তাকে পরীক্ষার বসার অনুমতি দেওয়া হবে। কোনও বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়া যদি উত্তর লেখার বিষয়ে সাহায্যের বদলে প্রশ্ন পড়ার জন্য কারও সাহায্য চান, তাহলে সেই অনুমতি দেওয়া হবে। কম্পিউটার বা ল্যাপটপে পরীক্ষা দেওয়ার পর প্রিন্টআউট বার করে পরিদর্শককে দিয়ে সই করিয়ে জমা দিতে হবে।