নয়াদিল্লি: গুরুগ্রামে রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে প্রদুম্ন্য হত্যাকাণ্ড এবং আজ লখনউয়ে সপ্তম শ্রেণীর ছাত্রীর হাতে প্রথম শ্রেণীর পড়ুয়ার ছুরিকাহত হওয়ার ঘটনায় নড়েচড়ে বসল দিল্লি সরকার। এখন থেকে দিল্লির সমস্ত সরকারি স্কুলের ক্লাসরুমে সিসিটিভি লাগানো থাকবে। পড়ুয়াদের বাবা-মায়েরা বাড়িতে বসে তাঁদের সন্তানরা স্কুলে কী করছেন দেখতে পাবেন। এমনকি ক্লাসে শিক্ষক কখন আসছে, দেরিতে আসছে না, সঠিক সময় আসছে, সব তথ্যই এখন বাবা-মায়েদের নাগালে থাকবে।
সিসিটিভি লাগানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। একবার লাগানোর প্রক্রিয়া সম্পূর্ণ হলেই, সকলের প্রবেশাধিকার চলে আসবে। আজ এই খবর টুইট করে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। মূলত, পুরো সিস্টেমকে স্বচ্ছ রাখার জন্যেই এই পদক্ষেপ দিল্লি সরকারের। এছাড়া, স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করাও এর অন্যতম লক্ষ্য। বাচ্চারা ক্লাসে কী করছে রিয়েল টাইমে জেনে যাবেন বাবা-মায়েরা।
রায়ান-লখনউকাণ্ডের জেরে রাজধানীর সরকারি স্কুলে সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত দিল্লি সরকারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jan 2018 07:10 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -