রাজৌরি: বিনা প্ররোচনায় পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘন। আরও একবার। আর অতর্কিত যে হানায় প্রাণ হারাতে হয়েছে ভারতীয় এক সেনাকর্মীকে।

সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে যে সংঘর্ষবিরতির ঘটনা ঘটে। যার পাল্টা যোগ্য উত্তরও দেয় ভারতীয় সেনা। সীমান্তে যে গোলা গুলির লড়াই চলে বেশ কিছুটা সময় ধরে। যাতে প্রাণ হারান সেনার হাবিলদার সংগ্রাম পাটিল ।



১৯৯৯ সালে দু’দেশের মধ্যে চুক্তি হয়েছিল সীমান্তে সংঘর্ষবিরতি মেনে চলার। কিন্তু তা যে পড়শি দেশ মোটেই মেনে চলে না তা পরিষ্কার। পরিসংখ্যান বলছে, শুধুমাত্র চলতি বছরে ৩২০০ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ভারতীয় সীমান্তে গোলাগুলি চালিয়েছে পাকিস্তান। ৩০ জন সাধারণ মানুষ যার ফলে প্রাণ হারান। আহত হন ১১০ জনের বেশি।

গত কয়েকদিনের মধ্যেই বেশ কয়েকবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। যার মধ্যে আগের সপ্তাহে উরি সেক্টরে নেমে এসেছিল সবথেকে বড় হামলা। ৬ জন সাধারণ মানুষ সহ মোট ১১ জনের মৃত্যু হয়েছিল যে ঘটনায়। প্রাণ হারিয়েছিলেন বাংলার বীর সেনা জওয়ান সুবোধ ঘোষ।

দিন দুয়েক আগেই দেশে জঙ্গি হানার বড়সড় পরিকল্পনা ভেস্তে দেয় সেনা। নাগরোটা টোল প্লাজায় তারা নিকেশ করে ট্রাকে চেপে ভারতের মাটিতে ঢুকে পড়া ৪ জঙ্গিকে। যে ঘটনার জেরে পাক হাই কমিশনারকে তলব করেছে দিল্লি।