ইটানগর: অরুণাচল প্রদেশের বিজয়নগর শহরে এক বস্তা সিমেন্টের দাম যাচ্ছে ৮,০০০ টাকা করে। তাও অত দাম দিয়ে সিমেন্ট তো তখনই কিনতে পারবেন যদি তা বাজারে থাকে!
চাংলাং জেলার ছোট্ট শহর বিজয়নগরের ঠিকানা ভারত-চিন-মায়ানমার সীমান্তে। এখানে মাত্র ১,৫০০ মানুষের বাস। যোগাযোগ ব্যবস্থা বিশেষ নেই, নিকটতম মিয়াও জনপদে পৌঁছতে এখানকার মানুষকে হাঁটতে হয় টানা ৫ দিন। সাপ্তাহিক একটি হেলিকপ্টার পরিষেবা অবশ্য রয়েছে যাতে করে জিনিসপত্র আসে। কিন্তু তাও নির্ভর করে আবহাওয়ার মর্জির ওপর।
এই শহরে মূলত বাস করেন চাকমা ও হাজং সম্প্রদায়ের মানুষ। এক ব্যাগ সিমেন্টের জন্য এঁদের দাম দিতে হয় ৮,০০০ টাকা আর শৌচাগারের একটা প্যানের দাম ২,০০০!
স্থানীয় জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রতিটি বাড়িতে শৌচাগার তৈরির প্রকল্প নিয়েছে, যার বেশিরভাগ টাকা দিচ্ছে কেন্দ্র। নামদাফা ন্যাশনাল পার্ক হয়ে নির্মাণের জিনিসপত্র বয়ে আনছেন চাকমারা, এক ব্যাগ সিমেন্টের দাম নেওয়া হচ্ছে ৮,০০০ টাকা করে। অথচ ভেবে দেখলে পরিষ্কার, এত দাম হওয়া ন্যায্য কারণ ঘাড়ে মালপত্র নিয়ে পায়ে হেঁটে ১৫৬ কিলোমিটার উতরাই পেরিয়ে বিজয়নগরে আসছেন কুলির দল। ফলে তাঁদের পরিশ্রমের মূল্য যে বেশি হবে সেটাই স্বাভাবিক।
এত কিছুর পরেও অরুণাচল আসা করছে ডিসেম্বরের মধ্যে উন্মুক্ত এলাকায় শৌচকর্ম মুক্ত রাজ্যের তকমা পাবে তারা।
অরুণাচলের এই শহরে সিমেন্টের বস্তার দাম কত জানেন? ৮,০০০ টাকা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Nov 2017 02:23 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -