নয়াদিল্লি: পয়লা এপ্রিল থেকে শুরু হচ্ছে জনসুমারি। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি সূত্রের খবর অনুযায়ী তথ্য সংগ্রাহকরা বাড়ি বাড়ি গিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করবেন। প্রত্যেকটি বাড়ি থেকেই জল সরবরাহ পরিষেবা, বাথরুম, টেলিভিশন, ইন্টারনেট, রেডিও, গাড়ি সহ মোট ৩১টি তথ্য জানতে চাইবেন তাঁরা। তাছাড়ও বাড়ির কর্ত্রীর মোবাইল নম্বরও সংগ্রহ করা হবে বলে সূত্রের খবর। জনগণনার তথ্য সংক্রান্ত বিষয়ে যাচাই করার জন্যই মোবাইল  নম্বর নেওয়া হবে।


আর কী কী থাকছে এই প্রশ্ন তালিকায়?


সংবাদসংস্থা প্রকাশিত খবর অনুযায়ী, বাড়ির মালিকানা, কী ধরনের মালিকানা, কতজন মানুষ বাড়িতে বসবাস করে, তাদের মধ্যে কতজন বিবাহিত, তাদের জাত কী, ইত্যাদি বিষয়েও তথ্য সংগ্রহ করা হবে।


আরও থাকবে বাথরুম সংক্রান্ত তথ্য। বাথরুমে জলের সংযোগ, নিষ্কাশন, পানীয় জলের পরিষেবা এবং রান্নাঘরে এলপিজি কানেকশন রয়েছে কিনা, সে বিষয়েও তথ্য নেওয়া হবে খবর।


এতদিন খাতায় কলমে জনগণনা হয়ে থাকলেও এবারের প্রক্রিয়া সম্পূর্ণভাবেই প্রযুক্তি নির্ভর। মোবাইল ফোনের অ্যাপলিকেশনের মাধ্যমে হবে তথ্য সংগ্রহের প্রক্রিয়া। প্রসঙ্গত, জনগণনার সঙ্গে কেন্দ্র সরকার জাতীয় জনসংখ্যা নথিভূক্তকরণের কাজও করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে জণগণনার সঙ্গে হতে পারে এনপিআর-ও।