নয়াদিল্লি:  গত ২ বছরে প্রায় ২.৫৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি চাকরির পদ তৈরি হয়েছে। অর্থমন্ত্রী অরুণ জেটলির পেশ করা বাজেটে এই তথ্যই তুলে ধরা হয়েছে।


বৃহস্পতিবার, সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। সেখানে যে নথি পেশ করা হয়, সেই অনুযায়ী, ২০১৮ সালের ১ মার্চ তারিখে আনুমানিক কেন্দ্রীয় সরকারি কর্মীর সংখ্যা ৩৫.০৫ লক্ষ। যা ২০১৬ সালের ১ মার্চের তুলনায় ২.৫৩ লক্ষ বেশি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দুবছর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীর সংখ্যা ছিল ৩২.৫২ লক্ষ। ২০১৭ সালের ১ মার্চ, এই সংখ্যা ছিল ৩৪.৮ লক্ষ। কেন্দ্রের দাবি, ২০১৬ ও ২০১৭ সালে ২.২৭ লক্ষ মানুষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে যোগ দিয়েছেন।


বাজেটে পেশ করা নথি অনুযায়ী, গত ২ বছরে, কেন্দ্রীয় সরকারে যত নতুন নিয়োগ হয়েছে, তার সিংহভাগই হয়েছে পুলিশে। এর পাশাপাশি, বিভিন্ন কেন্দ্রীয় দফতরেও নতুন নিয়োগ হয়েছে। সরকারি নথি বলছে, গত ২ বছরে কৃষি, সমবায়, কৃষক কল্যাণ দফতরে ১,৯৪৪ নতুন কর্মী নিয়োগ হচ্ছে। একইসময়ে পশুকল্যাণ, ডেয়ারি ও মৎস্য দফতরে ১৫১৯ জন নিযুক্ত হয়েছেন।


এছাড়া, পরমাণু জ্বালানি দফতরে নিযুক্ত হন ৬,২৭৯ জন, অসামরিক পরিবহণে নিযুক্ত হচ্ছেন ১,১৪৫ জন। সংস্কৃতি মন্ত্রকে যোগ দিয়েছেন ও দেবেন ৩,০২৪ জন। স্বরাষ্ট্রমন্ত্রকে যোগ দিচ্ছেন ৫,৮৩৬ জন।


স্বরাষ্ট্রমন্ত্রকের আওতাধীন পুলিশ দফতরে নিয়োগ হচ্ছে এক লক্ষের বেশি মানুষের।