নয়াদিল্লি : কলকাতা পোর্ট ট্রাস্টের নাম শ্যামপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট ট্রাস্ট করার প্রস্তাব অনুমোদিত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী প্রকাশ জাভড়েকর এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ছয়টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে কৃষি সংক্রান্ত তিনটি সিদ্ধান্ত।
গত জানুয়ারি মাসে রাজ্য সফরে এসে মোদি কলকাতা পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে নাম বদলের ঘোষণা করেছিলেন। কলকাতা পোর্ট ট্রাস্টের নতুন নামকরণ করেছিলেন শ্যামপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট ট্রাস্ট । এবার মন্ত্রিসভার বৈঠকে এই নামকরণে সিলমোহর পড়ল।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জাভড়েকর জানিয়েছেন, অত্যাবশ্যক পণ্য আইনে কৃষকদের সহায়ক সংশোধন করেছে সরকার। এক্ষেত্রে কৃষকদের ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক বিধি বদলে উদারীকরণ সংক্রান্ত আইনের ঐতিহাসিক সংশোধন করা হয়েছে বলে মন্ত্রী মন্তব্য করেছেন।
এই সিদ্ধান্তকে কৃষি ক্ষেত্রের রূপান্তর ও কৃষকদের কাছে সুফল এনে দেওয়ার ব্যাপারেঅত্যন্ত উল্লেখযোগ্য বলে অভিহিত করেছেন জাভড়েকর। তিনি বলেছেন, এখন থেকে কৃষকরা তাঁদের কৃষি উত্পাদন পারস্পরিক সম্মতির ভিত্তিকে বেশি মূল্যে বিক্রয়ের স্বাধীনতা পাবেন।
এর আগে কৃষক বা ব্যবসায়ীরা নির্ধারিত সীমার চেয়ে বেশি ফসল মজুত রাখতে পারতেন না। হিমঘরে মজুতের ক্ষেত্রেও সীমা বাঁধা ছিল। এই পরিস্থিতিতে ব্যাপক ফলন হলেও সামান্য মূল্যেই বেচে দিতে হত। অত্যাবশ্যক পণ্য আইনে সংশোধনের ফলে কৃষক ও ব্যবসায়ীরা তাঁদের ফসল মজুত রাখতে পারবেন এবং এজন্য জরিমানা দিতে হবে না।
সরকার ভারতে লগ্নি টানার জন্য মন্ত্রক ও বিভাগগুলিতে এমপাওয়ার্ড গ্রুপ অফ সেক্রেটারিজ (ইজিওএস) ও প্রোজেক্ট ডেভেলাপমেন্ট সেলস (পিডিসিএস) গঠনেও ছাড়পত্র দিয়েছে।
অত্যাবশ্যক পণ্য আইনে সংশোধন কেন্দ্রের, কলকাতা বন্দরের নতুন নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Jun 2020 06:29 PM (IST)
কলকাতা পোর্ট ট্রাস্টের নাম শ্যামপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট ট্রাস্ট করার প্রস্তাব অনুমোদিত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী প্রকাশ জাভড়েকর এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ছয়টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে কৃষি সংক্রান্ত তিনটি সিদ্ধান্ত।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -