নয়াদিল্লি: কেন্দ্র জঙ্গি হামলায় নিহত অমরনাথ যাত্রীদের পরিবারগুলিকে মাথাপিছু ৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল। যত শীঘ্র সম্ভব ওই টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র। গতকাল জম্মু থেকে শ্রীনগর থেকে ফেরার পথে জঙ্গিদের গুলিবৃষ্টির মধ্যে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত সাতজনই গুজরাতের বাসিন্দা।


১৭জন তীর্থযাত্রী জখম হন গতকালের হামলায়। তাঁদের জন্য বরাদ্দ হয়েছে মাথাপিছু ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ।

পাশাপাশি সন্ত্রাসের বলি হওয়া পূন্যার্থীদের পরিবারবর্গকে এককালীন ৬ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর সরকার। আর শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড দেবে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। যাঁরা মারাত্মক জখম হয়েছেন, তাঁদের রাজ্য সরকার দেবে ২ লক্ষ টাকা করে, অল্প আঘাত পাওয়া যাত্রীরা পাবেন প্রত্যেকে ১ লক্ষ টাকা।