নয়াদিল্লি: কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ও সার্ভিস রুল ভঙ্গের জন্য কেন্দ্র রাজ্যকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিল। এই ঘটনায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে চলতি সংঘাত আরও চড়তে পারে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, তাদের কাছে তথ্য রয়েছে যে, কুমার কলকাতার মেট্রো চ্যানেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কয়েকজন পুলিশ আধিকারিকের সঙ্গে ধর্নায় বসেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, প্রাথমিকভাবে এই ঘটনা শৃঙ্খলা ও সার্ভিস রুল ভঙ্গের সামিল।
এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও এই মর্মে গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানাতে পশ্চিমবঙ্গ সরকারকে আর্জি জানিয়েছে।
উল্লেখ্য, আইপিএস অফিসারদের ক্যাডার নিয়ন্ত্রক কর্তৃত্ব রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে।
চিট ফান্ড দুর্নীতি মামলায় সিবিআই আধিকারিকরা রাজীব কুমারের সরকারি আবাসনে গিয়েছিলেন। কিন্তু সেখানে সিবিআই ঢুকতে বাধা পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই-কে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবহারের করছে বলে অভিযোগ তুলে ধর্নায় বসেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অল ইন্ডিয়া সার্ভিসেস (কন্ডাক্ট) রুল, ১৯৬৮-র বিভিন্ন ধারা রাজীব কুমার লঙ্ঘন করেছেন বলে জানিয়ে মুখ্যসচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছে।
এবার শৃঙ্খলাভঙ্গের জন্য রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যকে বলল কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Feb 2019 06:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -