নয়াদিল্লি: সিনেমা হলে ছবি শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক নয়। ২০১৬-র রায় প্রত্যাহার করে এ কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রও এ ব্যাপারে শীর্ষ আদালতকে জানায়, ২০১৬-র ৩০ নভেম্বর সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক ঘোষণা করে আদালত যে অন্তর্বর্তীকালীন রায় দেয়, তা প্রত্যাহারের পক্ষে তারা।
এর আগে কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, শুধু সিনেমা হলে নয়, তারা শিক্ষা প্রতিষ্ঠানেও জাতীয় সঙ্গীত অত্যাবশ্যক করার পক্ষে।
আগের সিদ্ধান্ত থেকে নরেন্দ্র মোদী সরকারের সরে দাঁড়ানোর কারণ, তারা দেশপ্রেমের নামে নীতি পুলিশগিরি বন্ধ করতে চায়। যদিও সুপ্রিম কোর্ট এর আগেই কেন্দ্রকে বলেছে, যা কেন্দ্রর কাজ তা কেন্দ্রকেই করতে হবে, তাদের উচিত নয়, নিজেদের দায়িত্ব আদালতের ঘাড়ে চাপিয়ে দেওয়া। সিনেমা হল ও অন্যান্য ক্ষেত্রে জাতীয় সঙ্গীত বাজানোর ব্যাপারে আইন ও গাইডলাইন স্থির করতে তারা ব্যবস্থা নিক।
সুপ্রিম কোর্ট কেন্দ্রকে প্রশ্ন করে, কেন কারও দেশপ্রেম সব সময় প্রমাণ করতে হবে। মানুষ সিনেমা হলে যায় নিছক আনন্দ ও বিনোদনের জন্য। কেউ যদি আগামীকাল বলে, সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজে, তাই শর্টস, টি শার্ট পরে আসা যাবে না, তা হলে কি তাই শুনতে হবে? কবে বন্ধ হবে নীতি পুলিশগিরি?
২০১৬-র ৩০ নভেম্বর অবশ্য সুপ্রিম কোর্টই নির্দেশ দেয়, সব সিনেমা হলে ছবি শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক করতে হবে। এর ফলে নাগরিকদের মধ্যে একতা তৈরি হবে, জাতীয়তাবাদ ও দেশপ্রেম জন্মাবে বলে মন্তব্য করে তারা।
সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক নয়, পুরনো রায় প্রত্যাহার করে জানাল সুপ্রিম কোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jan 2018 08:38 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -