আরও দ্রুত! ব্রডব্যান্ড স্পিডকে ন্যূনতম ২ এমবিপিএস করার ভাবনা কেন্দ্রের
Web Desk, ABP Ananda | 21 Aug 2016 12:29 PM (IST)
নয়াদিল্লি: সময়ের সঙ্গে তাল মিলিয়ে সারা দেশে ন্যূনতম ব্রডব্যান্ড ইন্টারনেট স্পিড বাড়ানোর ভাবনাচিন্তা করছে কেন্দ্র। বর্তমানে ন্যূনতম ব্রডব্যান্ড ইন্টারনেট স্পিড হচ্ছে ৫১২ কেবিপিএস (কিলোবিটস পার সেকেন্ড)। কেন্দ্রের ভাবনা, এই ন্যূনতম স্পিডকে বাড়িয়ে ২ এমবিপিএস (মেগাবিটস পার সেকেন্ড) করার। এই মর্মে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ। সেখানে স্পিড বাড়ানোর জন্য একটি নীতি প্রণয়ন করার দাবিও তুলেছেন তিনি। জানা গিয়েছে, কেন্দ্রের মতে, ব্রডব্যান্ড স্পিড বাড়লে একদিকে যেমন নতুন মাঝারি ও ছোট ব্যবসার প্রসার হবে, তেমনই নতুন যুগের গ্রাহক পরিষেবার বিভিন্ন মাধ্যম যেমন – অনলাইন রিটেল স্টোর, অ্যাপ-নির্ভর ট্যাক্সি এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহারের ক্ষেত্রে সুবিধা হবে। ২০১৪ সালের অগস্ট মাসে ইন্টারনেট স্পিড শেষবার বাড়ানো হয়েছিল। সেই সময় তৎকালীন স্পিড ২৫৬ কেবিপিএস থেকে বাড়িয়ে করা হয়েছিল ৫১২ কেবিপিএস। প্রসঙ্গত, সারা বিশ্বে সবচেয়ে দ্রুত ইন্টারনেট পরিষেবা রয়েছে দক্ষিণ কোরিয়ায়। সেখানে ন্যূনতম স্পিড ২৯ এমবিপিএস। এরপরই রয়েছে নরওয়ে (২১.৩ এমবিপিএস) এবং সুইডেন (২০.৬ এমবিপিএস)। বিশ্বে গড় ইন্টারনেট স্পিড হল ৬.৩ এমবিপিএস।