নয়াদিল্লি: নাবালিকা, শিশুকন্যা ধর্ষণে দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ড দেওয়ার আর্জির বিরোধিতা করল কেন্দ্র। মৃত্যুদণ্ড সব সমস্যার সমাধান নয়, প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চে কেন্দ্রের হয়ে এই সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল পি এস নরসিমহা।
অভিযোগ, গত ২৮ জানুয়ারি উত্তর পশ্চিম দিল্লির নেতাজি সুভাষ প্লেস সংলগ্ন এক জায়গায় ৮ মাসের একটি মেয়েকে নৃশংস ধর্ষণে করে তারই ২৮ বছর বয়সি এক আত্মীয়।
এ ব্যাপারে ধর্ষণ মামলায় জনস্বার্থ পিটিশন পেশ করে অলখ অলোক শ্রীবাস্তব নামে এক আইনজীবী বলেন, সংসদকে আইন সংশোধন করে এ ধরনের অপরাধে মৃত্যুদণ্ডের বিধি চালু করতে নির্দেশ দিক আদালত। বেঞ্চ শিশুকন্যাটির ওপর ঘটে যাওয়া নির্যাতনকে 'নারকীয়' বলে নিন্দা করেও তারা সংসদকে আইন সংশোধন করতে বলতে পারে না বলে জানায়।
প্রসঙ্গত, দেশের কয়েকটি রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ করেছে যে, নাবালিকা ধর্ষণে সাজা হবে মৃত্যুদণ্ড।
সমাধান নয়, বললেন অতিরিক্ত সলিসিটর জেনারেল, শিশুকন্যা ধর্ষণে মৃত্যুদণ্ডের আর্জির বিরোধিতা কেন্দ্রের
Web Desk, ABP Ananda
Updated at:
02 Feb 2018 03:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -