নয়াদিল্লি: রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রের হলফনামা নিয়ে গতকাল তুমুল বিভ্রান্তি ছড়িয়েছিল। আজ জানা গিয়েছে যে, রোহিঙ্গা মুসলিমদের ফেরত পাঠানো সংক্রান্ত সরকারের পরিকল্পনা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে হলফনামা আগামী সোমবার পেশ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এ কথা জানিয়েছেন।
রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের মায়ানমারে ফেরত পাঠানোর প্রতিবাদে দায়ের করা পিটিশনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে হলফনামা জমা দিতে বলেছে।
গতকাল সংবাদমাধ্যমে প্রথমে জানা যায় যে, ওই হলফনামা জমা দেওয়া হয়েছে। পরে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু জানান, শীর্ষ আদালতে আদৌ হলফনামা দেয়নি কেন্দ্র। ওই হলফনামা তৈরির চূড়ান্ত কাজ চলছে।
এদিন রাজনাথ জানিয়েছেন, আগামী ১৮ সেপ্টেম্বর ওই হলফনামা পেশ করা হবে।
সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন রাষ্ট্রপুঞ্জের শরণার্থী সংক্রান্ত হাই কমিশন (ইউএনএইচসিআর) শরণার্থী হিসেবে নথিভুক্ত দুই রোহিঙ্গা অনুপ্রবেশকারী। পিটিশনে তাঁরা দাবি করেছেন যে, রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক বৈষম্য, হিংসা ও রক্তপাতের প্রেক্ষাপটে মায়ানমার ছেড়ে তাঁরা ভারতে আশ্রয় নিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত কনভেনশনের লঙ্ঘন সহ অন্যান্য বিষয়ের ভিত্তিতে তাঁরা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন।
উল্লেখ্য, গত জুলাইতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, রোহিঙ্গা সহ বেআইনি অনুপ্রবেশ দেশের নিরাপত্তার ক্ষেত্রে বিপদ হয়ে দেখা দিয়েছে। তাদের জঙ্গি হিসেবে নিয়োগ করতে পারে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি। কেন্দ্র রাজ্য সরকারগুলিকে অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ফেরত পাঠানোর নির্দেশ দেয়।বেআইনিভাবে এ দেশে বসবাসকারী বিদেশীদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠানোর জন্য রাজ্যগুলিকে টাস্ক ফোর্স গঠনেরও নির্দেশ দেওয়া হয়।
গত ৯ আগস্ট সরকার সংসদে জানিয়েছিল যে, ইউএনএইচসিআর কর্তৃক নথিভুক্ত ১৪ হাজার রোহিঙ্গা রয়েছে ভারতে।
যদিও বিভিন্ন সূত্র অনুসারে, ভারতে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা বেআইনিভাবে বসবাস করছে।
রোহিঙ্গা মামলায় সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করবে কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Sep 2017 04:21 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -