কলকাতা: আগামী ২৭ জুলাই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেশের সর্বত্র অঞ্চল থেকে দেখা যাবে।


এদিন বিড়লা তারামণ্ডলের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি জানান, ভারত ভাগ্যবান যে, এই চন্দ্রগ্রহণের (পূর্ণ ও আংশিক) গোটাটাই দেশের বিভিন্ন অঞ্চল থেকে দৃশ্যমান হবে। ভারত ছাড়াও, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া থেকেও দেখা যাবে এই বিরল মহাজাগতিক ঘটনা। ওইদিন চাঁদের রং লালচে হবে। এই বিষয়টিকে সকলেই ‘ব্লাড মুন’ হিসেবে জানেন।


দুয়ারি জানান, শুধুমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি মোট এক ঘণ্টা ৪৩ মিনিট স্থায়ী হবে। এছাড়া, আংশিক চন্দ্রগ্রহণের স্থায়িত্বও হবে আরও এক-ঘণ্টা। তিনি জানান, আগামী ২৭ জুলাই রাত ১১টা ৫৪ মিনিট (ভারতীয় সময়) শুরু হবে আংশিক গ্রহণ। পূর্ণগ্রহণ শুরু হবে রাত ১টা নাগাদ। তিনি যোগ করেন, রাত ১টা ৫২ মিনিটে চাঁদ প্রায় অন্ধকারময় হবে। এটা চলবে রাত প্রায় পৌনে তিনটে নাগাদ। এরপর, ফের আংশিক চন্দ্রগ্রহণ থাকবে ভোররাত ৩টে ৫০ মিনিট পর্যন্ত।


গ্রহণের এই সময়বৃদ্ধির কারণ কী? দুয়ারি জানান, ওইদিন চাঁদের থেকে পৃথিবীর দূরত্ব হবে সর্বাধিক (অ্যাপোজি)। ফলত, পূর্ণমা চাঁদের আকারও ছোট হবে। আর এই দূরত্বের জন্যই পৃথিবীর ছায়া বেশিক্ষণ ধরে চাঁদের ওপর থাকবে। তিনি যোগ করেন, চাঁদ যদি কাছে থাকত, তাহলে তা দ্রুত পৃথিবীর ছায়া থেকে বেরিয়ে পড়ত।