রায়পুর: অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস থেকে মৃত স্বামীর দেহ ঠেলাগাড়ি করে নিয়ে গেলেন এক মহিলা। অভিযোগ, এইমসের মত প্রতিষ্ঠান তাঁকে জানিয়ে দেয়, অ্যাম্বুলেন্স দিতে পারবে না তারা।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মহিলা অ্যাম্বুলেন্স চানইনি।
মৃতর নাম সঞ্জয় শর্মা। ৪০ বছরের ওই ব্যক্তি কাজ করতেন স্থানীয় এক স্টোন ক্রাশিং সংস্থায়। কাজ করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়লে রায়পুরের এইমসে নিয়ে আসা হয় তাঁকে। সেখানেই তাঁর মৃত্যু হয়।
মৃতের স্ত্রী মধু শর্মা ঠেলাগাড়ি করে দেহ নিয়ে যান। তারপর তা অটো রিকশায় চড়িয়ে নিয়ে আসেন স্টোন ক্রাশিং সংস্থার মালিক সাকেত সিংঘানিয়ার কাছে, দাবি করেন ক্ষতিপূরণ। পরে পুলিশের কথায় দেহ বাড়ি নিয়ে যান তিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁর এইমস থেকে ঠেলাগাড়ি করে দেহ নিয়ে যাওয়ার কথা ছড়িয়ে পড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ কর্মীদের কাছে কৈফিয়ত দাবি করে।
তবে হাসপাতাল জানিয়েছে, রায়পুর শহরের মধ্যে বিনামূল্যে রোগীর দেহ পৌঁছে দেয় তারা। কিন্তু মধু তাঁর স্বামীর জন্য এ ধরনের কোনও সাহায্য চাননি।
এইমসেও মিলল না অ্যাম্বুলেন্স, ছত্তিশগড়ের মহিলা ঠেলাগাড়ি করে নিয়ে গেলেন স্বামীর দেহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jan 2018 12:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -