নয়াদিল্লি : চণ্ডীগড়ে আইএএস অফিসারের কন্যা বর্ণিকা কুণ্ডুর পিছু ধাওয়ার ঘটনায় অভিযুক্ত হরিয়ানা রাজ্য বিজেপি সভাপতি সুভাষ বারালার ছেলে বিকাশ বারালা। ঘটনা প্রকাশ্যে আসার পর হরিয়ানা বিজেপির সহ সভাপতি বলেছিলেন, রাত ১২ টায় মেয়েটির বাইরে বেরোন উচিত হয়নি। তাঁকে এত রাতেও বাড়ির বাইরে থাকতে দেওয়া হল কেন। এবার বারালাদের পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। একাধিক ট্যুইটারের মাধ্যমে তিনি বিকাশের ওই কাজকে নিছক ‘দুষ্টুমি’ বলে মন্তব্য করেছেন। ছেলের ‘দুষ্টুমি’র জন্য তার বাবাকে কেন টেনে আনা হচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন আসানসোলের বিজেপি সাংসদ।

প্রথম ট্যুইটে তিনি বলেছেন, ‘যুক্তিসম্মতভাবে ভাবুন। একটি ছেলে একটি মেয়ের পিছু ধাওয়া করছে- ছেলেটি মদ্যপ!নিন্দাজনক। কিন্তু কোনও তদন্ত ছাড়াই তার বিরুদ্ধে অপহরণের মতো অভিযোগ করা হচ্ছে ?’





দ্বিতীয় ট্যুইটে বাবুলের বক্তব্য, ‘তার বাবাকে টেনে আনা হচ্ছে কেন ? কারণ, নেতার ছেলের দুষ্টুমি নজরকাড়া শিরোনাম হবে বলে ? দেশের বেটির ন্যায় বিচার চাই ? ইত্যাদি,ইত্যাদি! কেন ?’





বাবুলের তৃতীয় ট্যুইট, ‘যদি ওই ছেলেটি জামিনঅযোগ্য অপরাধ করে থাকে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এভাবে আগেভাগে পুলিশের গায়ে কালি ছেটানো হচ্ছে কেন?’





চতুর্থ ট্যুইটে বাবুল বলেছেন, ‘কেরালায় একজন তরুণকে কুপিয়ে হত্যা করা ও পশ্চিমবঙ্গে ৬২ বছরের মহিলাকে ধর্ষণ করে খুনের ঘটনায় একইভাবে ন্যায়বিচার চাওয়া হয় না কেন?’