প্রথম ট্যুইটে তিনি বলেছেন, ‘যুক্তিসম্মতভাবে ভাবুন। একটি ছেলে একটি মেয়ের পিছু ধাওয়া করছে- ছেলেটি মদ্যপ!নিন্দাজনক। কিন্তু কোনও তদন্ত ছাড়াই তার বিরুদ্ধে অপহরণের মতো অভিযোগ করা হচ্ছে ?’
দ্বিতীয় ট্যুইটে বাবুলের বক্তব্য, ‘তার বাবাকে টেনে আনা হচ্ছে কেন ? কারণ, নেতার ছেলের দুষ্টুমি নজরকাড়া শিরোনাম হবে বলে ? দেশের বেটির ন্যায় বিচার চাই ? ইত্যাদি,ইত্যাদি! কেন ?’
বাবুলের তৃতীয় ট্যুইট, ‘যদি ওই ছেলেটি জামিনঅযোগ্য অপরাধ করে থাকে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এভাবে আগেভাগে পুলিশের গায়ে কালি ছেটানো হচ্ছে কেন?’
চতুর্থ ট্যুইটে বাবুল বলেছেন, ‘কেরালায় একজন তরুণকে কুপিয়ে হত্যা করা ও পশ্চিমবঙ্গে ৬২ বছরের মহিলাকে ধর্ষণ করে খুনের ঘটনায় একইভাবে ন্যায়বিচার চাওয়া হয় না কেন?’