নয়াদিল্লি: ভারতীয় বিজ্ঞানীদের ক্ষমতা, দক্ষতা, বিজ্ঞানের নতুন নতুন দিগন্ত পেরনোর জন্য ১৩০ কোটি ভারতীয়ের প্রতিজ্ঞারই প্রতিফলন ঘটল চন্দ্রযান-২ এর যাত্রার মাধ্যমে। একগুচ্ছ ট্যুইটের মাধ্যমে এভাবেই চাঁদে ভারতের আজকের অভিযানে উচ্ছ্বাস প্রকাশ করলেন নরেন্দ্র মোদি। প্রতিটি ভারতবাসীই আজ দারুণ গর্বিত বলে অভিমত জানান প্রধানমন্ত্রী। চন্দ্রযান-২ এ দেশীয় প্রযুক্তি ব্যবহার প্রসঙ্গে তিনি লিখেছেন, এই অভিযান হৃদয়ে ভারতীয়, চেতনায়ও ভারতীয়।
সোমবার ভারতীয় সময় দুপুরে শ্রীহরিকোটার উতক্ষেপণ কেন্দ্র থেকে চন্দ্রাভিযানের সূচনা করেছে ভারত। শক্তিশালী রকেট জিএসএলভি-এমকেথ্রি-এম ওয়ান রওনা হয়েছে চন্দ্রযান-২ কে নিয়ে। চাঁদের দক্ষিণ মেরুতে রোভার নামবে। সেখানকার অনাবিষ্কৃত তথ্য খুঁজে বের করা অভিযানের লক্ষ্য।






প্রধানমন্ত্রী বলেছেন, চন্দ্রযান ২ এর মতো উদ্যোগ দেশের উজ্জ্বল তরুণদের বিজ্ঞান, উচ্চ মানের গবেষণা ও উদ্ভাবনের লক্ষ্যে এগতে উত্সাহ দেবে। চন্দ্রযানের দৌলতে ভারতের চন্দ্রাভিযান কর্মসূচি চাঙ্গা হবে। চাঁদ সম্পর্কে আমাদের বর্তমান জ্ঞানও উল্লেখযোগ্য মাত্রায় বাড়বে।



চন্দ্রযান ২ এর গুরুত্ব সম্পর্কে মোদি বলেন, এই অভিযান এজন্যই অভিনব যে, এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরু নিয়ে গবেষণা ও পর্যবেক্ষণ চালানো হবে, যা অতীতের কোনও অভিযানেই করা হয়নি। প্রতিটি ভারতবাসী আহ্লাদিত হবেন এজন্যই যে, এটা পুরোপুরি দেশীয় অভিযান। চাঁদের রিমোট সেন্সিংয়ের জন্য এতে একটি অরবিটার থাকবে, চাঁদের ভূপৃষ্ঠ বিশ্লেষণের জন্য থাকবে ল্যান্ডার-রোভার মডিউলও। আমাদের গর্বে ভরা ইতিহাসের রাস্তায় বিশেষ মূহূর্ত তৈরি হবে।
আজ প্রধানমন্ত্রী ইসরোর বিজ্ঞানীদেরও অভিনন্দন জানিয়েছেন চন্দ্রযান ২ এর সফল উতক্ষেপণের জন্য। ইসরো প্রধান কে শিবনের সঙ্গেও কথা বলেন তিনি, তাঁকে ও অভিযানে যুক্ত বাকি বিজ্ঞানীদেরও অভিনন্দন জানিয়ে বলেন, এটা সব ভারতীয়ের কাছেই গর্বের বিষয়। গত সপ্তাহে টেকনিক্যাল কারণে অভিযান স্থগিত রাখতে হয়েছিল। আপনারা সজাগ থেকে তা শনাক্ত করে সমাধানে ব্যবস্থা নিয়েছেন। আর তার এক সপ্তাহের মধ্যেই আপনারা অভিযানে সফল হলেন। এজন্য বিশেষ অভিনন্দন আপনাদের প্রাপ্য। বিজ্ঞানীরা নিজেদের মানসিক দৃঢ়তা, প্রতিজ্ঞার প্রমাণ রেখেছেন বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, চ্যালেঞ্জ যত বড়, জেদও তত বড় হয়। আমি জেনেছি, এক সপ্তাহের বিলম্ব সত্ত্বেও চন্দ্রযান ২ এর চাঁদে পৌঁছনোর দিন একই থাকছে।