বেঙ্গালুরু: চাঁদের দিকে আরও একধাপ এগলো চন্দ্রযান-২। উৎক্ষেপণের ২৩ দিন পর পৃথিবীর কক্ষপাথ ছাড়িয়ে চাঁদের কক্ষপথের উদ্দেশে পাড়ি দিল চন্দ্রযান।
ইসরোর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার গভীর রাত ২টো ২১ মিনিট নাগাদ চন্দ্রযানকে ‘ট্রান্স লুনার ইনসার্শান’-এ নিক্ষেপ করা হয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, এখনও পর্যন্ত সব কিছু পরিকল্পনামাফিক চলছে। বিজ্ঞানীরা কয়েকটি দলে ভাগ হয়ে চন্দ্রযানের উপর সর্বক্ষণ নজর রাখছেন। আগামী ৬ বা ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান।
ইসরোর তরফে জানানো হয়েছে, মহাকাশযানের কক্ষপথের পরিধি বৃদ্ধির শেষ ধাপে এদিন তরল ইঞ্জিনকে ১২০৩ সেকেন্ডের জন্য চালানো হয়। গত ২৩ জুলাই থেকে ৬ অগাস্টের মধ্যে মোট ৫ বার চন্দ্রযান ২-এর কক্ষপথ বৃদ্ধি করার প্রয়োজনীয় ‘ম্যানুভারিং’ করা হয়।





ইসরোর তরফে জানা গিয়েছে, আগামী ২০ অগাস্ট চাঁদের দিকে চূড়ান্ত যাত্রা শুরু করবে চন্দ্রযান। সেই সময় ফের একবার মহাকাশযানের তরল জ্বালানিকে প্রজ্জ্বলন করে চন্দ্রযান ২-কে লুনার অর্বিট বা চাঁদের কক্ষপথে প্রবেশ করানো হবে।
প্রায় ১৩ দিন চাঁদের কক্ষপথে থেকে মহাকাশযানের থেকে আলাদা হবে ল্যান্ডার ‘বিক্রম’। আরও কয়েক দিন পর, আনুমানিক ৭ সেপ্টেম্বর চাঁদের বুকে অবতরণ ‘সফট ল্যান্ডিং’ করবে বিক্রম। তার পেট থেকে বেরিয়ে এসে চাঁদের পৃষ্ঠে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবে রোভার ‘প্রজ্ঞান’। অন্যদিকে, মূল মহাকাশযানের সঙ্গে থাকা অর্বিটার সেই সময় চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবে।