রায়পুর: ছত্তীসগঢ়ে মাওবাদী হানা। পুলিশের চর সন্দেহে কোন্ডাগাঁওতে একজনকে খুন করল মাওবাদীরা। নহারাষ্ট্রের গড়চিরৌলিতে মাও হানায় নিহত এক পুলিশকর্মী।
গতকাল মহারাষ্ট্রের গড়চিরৌলিতেও মাওবাদীরা হানা দেয়। ব্রহ্মগড়ে নিরাপত্তাবাহিনীর টহল চলাকালীন ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায় তারা। আহত হন ২২ জন নিরাপত্তারক্ষী। পরে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলিও চালায় মাওবাদীরা। গুলিতে মৃত্যু হয় এক পুলিশকর্মীর।
সুরেশ তেলামি নামে ওই পুলিশকর্মী কম্যান্ডো বাহিনীতে কর্মরত ছিলেন। এলাকায় জোরদার তল্লাশি অভিযান শুরু হয়েছে।
ছত্তীসগঢ়ে মাও হানা, পুলিশের চর সন্দেহে কোন্ডাগাঁওতে একজনকে খুন করল মাওবাদীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 May 2017 09:57 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -