নয়াদিল্লি ও কলকাতা: ট্রেন দেরিতে ছাড়ার বদভ্যাস বন্ধ করুন, অথবা, শাস্তির জন্য তৈরি থাকুন। হুইপ জারি রেলমন্ত্রী সুরেশ প্রভুর। সারা দেশেই দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ বহুদিনের। এবার নির্দিষ্ট সময়ে ট্রেন না ছাড়লে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুরেশ প্রভু। দেরিতে ট্রেন ছাড়া নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে রেল অবরোধের ঘটনা প্রায়ই ঘটছে। এই পরিপ্রেক্ষিতে চলতি বছরের এপ্রিলের গোড়ায় রেলের তরফে সমীক্ষা চালানো হয়। তাতে দেখা যাচ্ছে, রেলের সময়ানুবর্তিতা ৭৯ শতাংশ বিঘ্নিত হয়েছে, গতবছরের তুলনায় যা ৪ শতাংশ বেশি। সমস্যার সমাধানে রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শীর্ষ স্তরের আধিকারিক নিয়োগের নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক।
রেলের সময়ানুবর্তিতা সবচেয়ে বেশি বিঘ্নিত এই শাখাগুলোতে। দশমিকে দেওয়া হল তথ্যগুলিকে
- পূর্ব - ৮.৯
- উত্তর-পূর্ব - ১১
- পূর্ব-মধ্য - ১০
- দক্ষিণ-পূর্ব - ১১
- পশ্চিম-মধ্য - ৮
- কোঙ্কন - ৬.৯
বারাণসী, সম্বলপুর, দানাপুর, সমস্তিপুর, ঝাঁসি, জব্বলপুর-সহ মোট ১১টি বিভাগে রেলের সময়ানুবর্তিতার হার প্রত্যাশিত মানের তুলনায় বেশ কম।
এছাড়া রেলমন্ত্রীর নজরে রয়েছে রেলের অনুসন্ধান কেন্দ্র ও ভারতীয় রেলের ওয়েবসাইট থেকে পাওয়া ট্রেন ছাড়ার সময়ের তথ্যের মধ্যে বিস্তর ফারাকের বিষয়টিও। রেলের সম্পূর্ণ পরিষেবা এবার থেকে থাকবে রেলমন্ত্রীর কড়া নজরে, কাজেই প্রত্যেকে তৈরি থাকুন!