নয়াদিল্লি: অনেক লোক আয়কর দেন না, যাঁরা দেন তাঁদের ওপর চাপ বাড়ে। এই চাপ কমানোই লক্ষ্য সরকারের। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির এই মন্তব্যে জল্পনা তৈরি হয়েছিল, এবারের বাজেটে হয়ত চাপ কমাতে কোনও বড় ঘোষণা থাকবে। কিন্তু বাস্তবে মধ্যবিত্তকে নমো নমো করে রেহাই দিয়ে কর কাঠামোয় পরিবর্তন হল সামান্যই।
বাজেট প্রস্তাব অনুযায়ী, গত বছরের মতো আড়াই লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে দিতে হবে না কোনও কর। ৩ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে কর দাঁড়ায় ২ হাজার ৫০০ টাকা। কিন্তু ৮৭-এ ধারায় ওই টাকা ছাড় দেওয়ার কথা বলা হয়েছে বাজেট প্রস্তাবে। ফলে ৩ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত।
৩ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় হলে কর দিতে হবে ৫ শতাংশ হারে। আগের আর্থিক বছরে এই হার ছিল ১০ শতাংশ।
৫ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে প্রতি ধাপে ছাড় মিলবে মাত্র ১২ হাজার । ৫০০ টাকা। আয় ৫০ লক্ষ থেকে ১ কোটি হলে দিতে হবে অতিরিক্ত ১০ শতাংশ সারচার্জ। ১ কোটির উপর বাত্সরিক আয়ে সারচার্জ দিতে হবে ১৫ শতাংশ হারে। পাশাপাশি, অৰ্থমন্ত্রীর ঘোষণা, ট্যাক্স রিটার্ন ফাইলের ফর্ম এবার থেকে হবে এক পাতার।


একদিকে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের বেড়ে চলা দাম৷ তার ওপর নোট বাতিলের প্রেক্ষিতে সাধারণ মানুষের দুর্দশা। জোড়া ক্ষতে প্রলেপ দিতে হয়তো বেশ কিছুটা ছাড় মিলতে পারে আয়করে, এমনই প্রত্যাশায় ছিল বেতনভোগী মধ্যবিত্ত।


কিন্তু শেষপর্যন্ত কী দাঁড়াল করদাতাতের প্রাপ্তি? যে ব্যক্তির আয় বছরে সাড়ে তিন লক্ষ থেকে ৪ লক্ষ। তাঁর বছরে সাশ্রয় ২ হাজার ৫৭৫ টাকা। অর্থাত্ মাসে সাশ্রয় ২১৫ টাকা। সাড়ে চার লক্ষ টাকা আয়ে বছরে সাশ্রয় ৫ হাজার ১৫০ টাকা। মাসে বাঁচবে ৪২৯ টাকা।
৫ লক্ষ টাকা বছরে আয়ে কর সাশ্রয় হবে ৭ হাজার ৭২৫ টাকা। অর্থত্‍ মাসে সাশ্রয় ৬৪৪ টাকা। ১০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে বছরে সাশ্রয় ১২, ৮৭৫টাকা। মাসে সাশ্রয় ১ হাজার ৭৩ টাকা।
কিন্তু যাঁদের আয় ১ কোটি, তাঁদের ক্ষতি। বাড়তি কর দিতে হবে ২ লক্ষ ৭৬ হাজার ৮১৩ টাকা। মাসে ক্ষতি ২৩ হাজার ৬৮ট টাকা।


কিন্তু মধ্যবিত্ত চাকরিজীবির আয়কর ছাড়ের ঊর্ধসীমায় তেমন কোনও বদলই হল না। বাড়তি সঞ্চয় করতে পারলে কর ছাড় মিলবে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে। কিন্তু সেই ছাড় পাওয়ার জন্য আরও ৫০ হাজার সঞ্চয় করতে পারবেন কতজন? প্রশ্ন বেতনভোগী সাধারণ মানুষের। শেষমেশ ব্যক্তিগত করদাতাদের প্রত্যাশা পূরণ হল কি? চলতি আর্থিক বছরে আয়কর কাঠামোর পরিবর্তন হলেও জেগে রইল প্রশ্নটা।