জয়পুর: প্রকৃতির সঙ্গে অসামান্য বাঁধনে জড়িয়ে রাজস্থানের বিশনোই উপজাতির মানুষ। এই আবেগ, ভালবাসার জন্যই সলমন খানের মত ক্ষমতাশালীর বিরুদ্ধে হরিণ খুন মামলায় আদালতে যান তাঁরা। আর এবার সেলিব্রিটি শেফ বিকাশ খান্নার ক্যামেরায় ধরা পড়েছে অবিশ্বাস্য একটি ছবি। তাতে দেখা যাচ্ছে, এক বিশনোই মহিলা হরিণ শিশুকে স্তন্যপান করাচ্ছেন।

টুইটার ও ইনস্টাগ্রামে বিকাশের এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। আন্তর্জাতিক দুনিয়া বিশ্বাসই করতে পারছে না, ভারতে মানুষ ও মনুষ্যতর প্রাণীর সম্পর্ক এমন মধুরও হতে পারে।

[embed]https://www.instagram.com/p/Bb1K2z9FDVm/[/embed]

নিউ ইয়র্কে বসবাসকারী বিকাশ খান্না মাস্টারশেফ ইন্ডিয়ার বিচারক। তিনি জানিয়েছেন, ওই মহিলা তাঁকে বলেছেন, বহু আহত হরিণশিশুকে বুকের দুধ খাইয়ে, লালন পালন করে বড় করে তুলেছেন তিনি।

বিকাশের এই ইনস্টাগ্রাম পোস্ট ২৭,০০০-এর মত লাইক পেয়েছে, অসংখ্য মানুষ স্যালুট করেছেন অনাম্নী এই বিশনোই নারীকে।

প্রায় ৫০০ বছর আগে এই বিশনোই সম্প্রদায় প্রতিষ্ঠা করেন গুরু জম্ভেশ্বর। এই সম্প্রদায় সমস্ত প্রাণীকে সমভাবে দেখে।