চেন্নাই: এই গরমে জিনস পরলে প্রাণ ওষ্ঠাগত হওয়া স্বাভাবিক। আবার অন্য কাপড়ের তৈরি পোশাকের দাম যথেষ্ট চড়া। এই পরিস্থিতিতে পথ দেখাচ্ছে চেন্নাইয়ের একটি গ্রাম। গরমে সস্তায় আরামদায়ক পোশাক তৈরি করছে তারা, যা একইসঙ্গে পরিবেশের পক্ষেও ভাল।
গ্রামটির নাম আনাকাপুথুর। চেন্নাইয়ের এই গ্রামে থাকেন তাঁতিরা। ঐতিহ্যকে ধরে রাখতে তাঁরা এখন জিনস তৈরি করছেন কলার খোসা দিয়ে। সুতি আর কলার খোসা দিয়ে তৈরি এই জিনস গরমে বেশি ঘাম টেনে শুষে নিচ্ছে। জিনসের বোতাম কী দিয়ে তৈরি হচ্ছে জানেন? না প্লাস্টিক বা ধাতব বোতাম নয়, তা তৈরি হয়েছে নারকোলের মালা দিয়ে। এর কারণ, তাঁতিরা চাইছেন, সম্পূর্ণভাবে পরিবেশবান্ধব জিনস বানাতে, এমন জিনস যা পরে কলকাতা তো কোন ছার, চেন্নাইয়ের গরমকেও হার মানানো যাবে অনায়াসে।
কলার খোসা দিয়ে জিনস তৈরি করছেন চেন্নাইয়ের তাঁতিরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 May 2017 05:08 PM (IST)
ছবি: ফেসবুক
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -