চেন্নাই: হাতখরচের টাকার পরিমাণ বাবা-মা কমিয়ে দিয়েছেন। কিন্তু খরচ তো আর কমেনি। তাই বাবার গাড়ি চুরি করে টাকা যোগাড়ের ছক কষল মেয়ে। এই ছকে সে সামিল করল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের মাধ্যমে আলাপ হওয়া বন্ধুকে। ওই বন্ধুর সাহায্যেই বাবার গাড়ি চুরি করল এক তরুণী।
গত সপ্তাহে চেন্নাইয়ের ব্যবসায়ী শন্মুগরাজন (৪৭) কোদামবক্কম থানায় তাঁর গাড়ি চুরির অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে ভ্যাসারপদির একটি গোডাউন থেকে গাড়িটি উদ্ধার করে। খোঁজ নিয়ে জানা যায়, ওই গোডাউনের মালিক ২৭ বছরের পি চন্দ্রু নামের এক যুবক। সে আবার অভিযোগকারীর মেয়ের ফেসবুক বন্ধু।
ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে যে, বাবার গাড়ি চুরির ছক কষেছিল মেয়েই। সে এজন্য চন্দ্রুর সাহায্য চায়। রাজি হয় চন্দ্রু।
মেয়ে বাবার গাড়ির চাবি চন্দ্রুর হাতে তুলে দেয়। গত সপ্তাহে রাতে চন্দ্রু গাড়িটি চুরি করে।
গাড়িটি বিক্রি হওয়ার আগেই উদ্ধার করেছে পুলিশ।চন্দ্রুর বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
হাতখরচের টাকা যোগাড় করতে ফেসবুক-বন্ধুকে দিয়ে বাবার গাড়ি চুরি করাল তরুণী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Aug 2017 09:22 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -