রায়পুর: শনিবার সকালে স্টুডিওয় খবর পড়ছিলেন ছত্তীসগঢ়ের একটি নিউজ চ্যানেলের অ্যাঙ্কর সুপ্রীত কউর। হঠাৎ একটা পথ দুর্ঘটনা খবর। যা ওলোটপালট করে দিল নিউজ অ্যাঙ্করেরই জীবন!
খবরটা আসা মাত্রই চ্যানেলে ব্রেকিং নিউজ চলতে শুরু করে। ছত্তীসগঢ়ের মহাসমুন্দে গাড়ি দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু। ফোনে রিপোর্টারকে ধরা হয়। লাইভে রিপোর্টারের কাছে বিস্তারিত জানতে চান অ্যাঙ্কর সুপ্রীত। এরই মধ্যে লাইভে পথ দুর্ঘটনার ছবি চালাতেই, তিনি বুঝতে পারেন গাড়িটি তাঁর স্বামীর! তাও এতটুকু ভেঙে না পড়ে খবর পড়তে থাকেন সুপ্রীত কউর।
এরপর বুলেটিন শেষে পরিজনদের ফোন করে স্বামীর মৃত্যুর খবর জানতে পারেন তিনি। স্টুডিও থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন সুপ্রীত।
৯ বছর ধরে সংবাদমাধ্যমে কাজ করছেন সুপ্রীত কউর। গত বছর বিয়ে হয়েছিল। এক বছরের মধ্যেই পথ দুর্ঘটনা কেড়ে নিল স্বামী। আর স্বামীর মৃত্যু সংবাদ অ্যাঙ্কর হিসেবে নিজেই পড়লেন সুপ্রীত। একেই বোধহয় বলে পেশাদারিত্ব!
পেশাদারিত্বের নজির, স্বামীর মৃত্যুর খবর পড়লেন অ্যাঙ্কর
Web Desk, ABP Ananda
Updated at:
08 Apr 2017 10:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -