দিল্লিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় মৃত ২৫
ABP Ananda, web desk
Updated at:
15 Sep 2016 10:44 AM (IST)
নয়াদিল্লি: ডেঙ্গি এবং চিকুনগুনিয়া থাবা বসিয়েছে রাজধানীতে। দিল্লিতে ডেঙ্গি ও চিকুনগুনিয়ায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৫। ১৪ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। চিকুনগুনিয়ায় মৃত্যু ১১ জনের। চিকিত্সার অপ্রতুলতার অভিযোগে চিকিত্সকদের সঙ্গে রোগীর হাতাহাতি। প্রতিবাদে কর্মবিরতিতে চিকিত্সকরা। বিভিন্ন হাসপাতালে উপছে পড়ছে রোগীর ভিড়। চিকিত্সা ব্যবস্থার অপ্রতুলতার অভিযোগে গতকাল দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে চিকিত্সকদের সঙ্গে এক ডেঙ্গি রোগীর হাতাহাতি বেধে যায় বলে অভিযোগ। এর জেরে কর্মবিরতি শুরু করেন চিকিত্সকরা।
এরইমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দিল্লি সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা গতকাল দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের সঙ্গে কথা বলেন এবং তাঁকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -