কানপুর: কানপুরে অ্যাক্সিস ব্যাঙ্কের একটি এটিএম থেকে বার হল জাল নোট। নোটের ওপরে ছাপা চিলড্রেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মোহনদাস কর্মচন্দ গাঁধীর ছবির ঠিক ওপরে লেখা, ফুল অফ ফান।
নোটবাতিলের ঠিক পরপরই এমন নোট বেরিয়েছিল এটিএম থেকে। আর এবার কানপুরের অ্যাক্সিস ব্যাঙ্কের ২ গ্রাহকের কাছে পৌঁছেছে এই নোট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বদলে নোটে ছাপা চিলড্রেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
দুই গ্রাহক জানিয়েছেন, তাঁরা ১০ ও ২০,০০০ টাকা তুলতে এটিএমে যান। দুজনের নোটের তাড়াতেই চিলড্রেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি করে ৫০০ টাকার জাল নোট ছিল।
[embed]https://twitter.com/ANINewsUP/status/962593395645566976?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Findia%2Fstory%2Fchildren-bank-of-india-strikes-again-axis-bank-atm-in-kanpur-dispenses-fake-notes-1167124-2018-02-11[/embed]
এ ব্যাপারে এটিএমের রক্ষীর কাছে অভিযোগ করলে তিনি তা রেজিস্টারে লিখে নেন। এটিএমটি আপাতত বন্ধ করে দিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত করছে তারা।
কানপুরে অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম থেকে বার হল চিলড্রেন ব্যাঙ্কের জাল নোট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Feb 2018 03:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -