নয়াদিল্লি : চিন ডোকলামে হেলিপ্যাড বানিয়েছে। এ কথা জানালেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। এই এলাকায় নিজেদের আধিপত্য গড়ে তোলা ও ভারতের ওপর চাপ বাড়ানোর জন্য চিন ডোকলাম বিতর্কে রাশ টানতে নারাজ বলেই মনে করা হচ্ছে। কয়েক মাস আগেই ডোকলামে ভারত ও চিনের মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছিল। ডোকলামে এলাকায় চিনের সড়ক নির্মাণের কাজে বাধা দিয়েছিল ভারতীয় সেনা। এই ঘটনার জেরে দুই দেশের মধ্যে অচলাবস্থার তৈরি হয়। প্রায় ৭৩ দিন মুখোমুখি দাঁড়িয়েছিল দুই দেশের সেনা। শেষপর্যন্ত অচলাবস্থার অবসান ঘটে।
কিন্তু চিন ডোকলাম এলাকায় ফের প্ররোচণামূলক কর্মকাণ্ড শুরু করেছে। ডোকলামে পরিকাঠামো তৈরির কাজ চালিয়ে যাচ্ছে তারা। উপগ্রহ চিত্রে সেই ছবি ধরা পড়েছে।
উপগ্রহে যে ছবি ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে যে, চিন ডোকলামে পুরোমাত্রায় নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে এবং হেলিপ্যাডও তৈরি করে ফেলেছে। এই ছবি চিনের আগ্রাসী মানসিকতার জলজ্যান্ত নমুনা বলেই মনে করা হচ্ছে। ছবিতে চিনা সেনা, ট্যাঙ্কের পাশাপাশি হেলিপ্যাডও দেখা গিয়েছে।
এই ছবির প্রকৃত সত্য কী, তা নিয়ে লাগাতার প্রশ্ন উঠেছে। রাজ্যসভায় কংগ্রেস নেতা মোতিলাল ভোরা সরাসরি সরকারের কাছে এই ছবির সত্যতা সম্পর্কে প্রশ্ন করেন। এর জবাবে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন যে, চিন ডোকলামে হেলিপ্যাড তৈরি করেছে।
সীতারামন জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ২০১৭-র অচলাবস্থার অবসানের পর ওই এলাকা থেকে দূরে নিজ নিজ স্থানে দুই পক্ষের বাহিনী ফের মোতায়েন হয়েছে। দুই পক্ষেরই সেনা সংখ্যা কম হয়েছে। শীতের সময়েও যাতে বাহিনী রাখা যায় সেজন্য চিনের পিপলস লিবারেশন আর্মি হেলিপ্যাড, সেন্ট্রি পোস্ট ও ট্রেঞ্চের মতো পরিকাঠামো তৈরির কাজ হাতে নিয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহেই প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামরে বলেছিলেন, চিনের সঙ্গে ভারতের সীমান্ত পরিস্থিতি স্পর্শকাতর এবং দুদেশের উত্তেজনার মাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে।