নয়াদিল্লি: চিনা পণ্য বয়কট করতে দেশবাসীকে আবেদন বাবা রামদেবের। সিকিমের ডোকালাম ঘিরে ভারত ও চিনের সেনাবাহিনীর বিবাদ, সংঘাত চলছে।
তার মধ্যেই যোগগুরু বললেন, খোলাখুলি পাকিস্তানের সন্ত্রাসবাদীদের সমর্থন করছে চিন। পাকিস্তানকে এর যোগ্য জবাব দিতে হবে। এজন্য প্রথমে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করা উচিত। দ্বিতীয়ত, মোবাইল, ঘড়ি, গাড়ি বা খেলনাপত্র, যা-ই হোক, চিনের তৈরি সব পণ্য বয়কট করতে হবে।
রাজনৈতিক মতপার্থক্য ভুলে রাজনৈতিক দলগুলিকেও এ ব্যাপারে একজোট হওয়ার আবেদন করেন তিনি।
ভারত-চিন সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ভারতের ব্যবসায়ী মহলের একাংশ চিনে তৈরি পণ্য বয়কটের ডাক দিয়েছেন। নিজেরা চিনা পণ্য বিক্রি করছেন না, ক্রেতাদেরও না কেনার আর্জি জানাচ্ছেন।
ভারতের বাজারে মালপত্র বেচে বিপুল মুনাফা হবে চিনা সংস্থাগুলির, তাই চিনের তৈরি পণ্য বয়কট করতে আগেও জনসাধারণকে আবেদন করেছিল অল ওড়িশা ট্রেডার্স অ্যাসোসিয়েশন।
চিনা সেনারা সিকিমের ডোকলাম সীমান্তে রাস্তা তৈরি করতে এলে ভারতীয় সেনারা বাধা দেয়। দু দেশের চলতি বিবাদের শুরু সেখানেই। ওই ভূখণ্ড তার বলে দাবি করে ভারত। পাল্টা
চিনের দাবি, ১৮৯০ সালে স্বাক্ষরিত ব্রিটেন-চিন চু্ক্তি অনুসারে এলাকাটি তাদের ভূখণ্ডের মধ্যে পড়ে।
এই বিবাদের জেরে কৈলাস মানসসরোবর যাত্রা বাতিল করে সীমানা বিবাদের ফলেই এমন পদক্ষেপ বলে জানিয়ে দেয় চিন।
পাক সন্ত্রাসবাদীদের সমর্থন করছে চিন, পাল্টা অধিকৃত কাশ্মীর ভারতে অন্তর্ভুক্ত করার দাবি, চিনা পণ্য বয়কটের আবেদন রামদেবের
Web Desk, ABP Ananda
Updated at:
05 Aug 2017 03:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -