নয়াদিল্লি: যে কর্মী ভারতের জাতীয় পতাকার 'অপমান' করেছে, তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানাল চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা ‘অপো’।


বুধবার, সংস্থার নয়ডার দফতরের তরফে এক বিবৃতি পেশ করে বলা হয়, এধরনের ঘটনা আমরা একদম বরদাস্ত করি না। তাই, যে কর্মী ওই কাণ্ড ঘটিয়েছে, তাকে বরখাস্ত করা হয়েছে। প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতায় কাজ করতে সংস্থা দায়বদ্ধ।


গতকাল সংস্থার এক চিনা আধিকারিকের বিরুদ্ধে ভারতের জাতীয় পতাকাকে ময়লা ফেলার পাত্রে ফেলে দেওয়ার অভিযোগ ওঠার পর থেকেই অপোর নয়ডার কারখানায় তুমুল বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়।


এর আগে, ভারতীয় আধিকারিকরা এই ইস্যুটির সুষ্ঠু সমাধান করবে বলে এদিন সকালে আশাপ্রকাশ করেন চিনা বিদেশমন্ত্রকের এক মুখপাত্র।


তিনি জানান, চিনা সরকার বরাবর বিদেশে স্থিত তাদের সকল নাগরিক ও সংস্থার প্রতি নির্দেশ দিয়েছে, স্থানীয় আইন মেনে চলার জন্য। একইসঙ্গে, স্থানীয় রীতি, প্রথা ও নিয়মকানুন মানারও নির্দেশ দেওয়া হয়েছে।


এদিন সংস্থার তরফে আরও বলা হয়েছে, যা ঘটেছে, তাতে তারা ভীষণই দুঃখিত। তারা জানিয়েছে, একজন কর্মীর ব্যবহার কোনওভাবেই গোটা সংস্থার মনোভাব হতে পারে না।