আলমোড়া: চিন থেকে আসা জুতোর বাক্সের উপর ভারতের জাতীয় পতাকা থাকা নিয়ে ক্ষোভ ছড়াল উত্তরাখণ্ডের আলমোড়ায়। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, চিন থেকেই এই জুতোগুলি এসেছে। ভারতীয়দের অপমান করার জন্যই জুতোর বাক্সের উপর জাতীয় পতাকা আঁকা হয়েছে। স্থানীয় মানুষও এই ঘটনায় ক্ষুব্ধ। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
আলমোড়ার সিনিয়র পুলিশ সুপার পি রেণুকা দেবী বলেছেন, জুতোর বাক্সগুলির উপরে জাতীয় পতাকা আঁকা রয়েছে। মান্দারিন ভাষায় কিছু শব্দও লেখা রয়েছে। জাতীয় পতাকার রংয়ের বাক্সে জুতো রাখা জাতীয় পতাকার অবমাননা। তাঁরা এই ঘটনার তদন্ত করছেন।
উধম সিংহ নগরের সিনিয়র পুলিশ সুপার সদানন্দ দাতে বলেছেন, রুদ্রপুরের এক ব্যবসায়ীকে জেরা করা হয়েছে। তাঁর দাবি, দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে ওই জুতোগুলি এনেছিলেন। সেগুলি আসলে কোথা থেকে আনা হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। নয়াদিল্লির ওই ব্যবসায়ীকে জেরা করবে পুলিশ।
বিষেণ বরা নামে এক ব্যবসায়ীই প্রথম এই ধরনের জুতোর বাক্সগুলি দেখতে পান। তিনি জানিয়েছেন, ‘বৃহস্পতিবার জুতোগুলি এসেছে আমার দোকানে। সেগুলি দেখেই আমি হতবাক হয়ে যাই। মাত্র সাত জোড়া জুতো সাধারণ বাক্সে ছিল। বাকি সব জুতোর বাক্সের উপরেই তেরঙা রয়েছে। আমি পুলিশে খবর দিই।’
আলমোড়া জেলার বিজেপি সভাপতি ললিত লাটওয়াল বলেছেন, তিনি এই ঘটনার কথা জানার পরেই প্রশাসনকে জাতীয় পতাকার অপমানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। এটা বড় চক্রান্ত বলে মনে হচ্ছে তাঁর। দোষীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত দলীয় কর্মীরা এর উপর নজর রাখবেন।
তেরঙা বাক্সে চিনা জুতো, আলমোড়ায় ক্ষোভ, তদন্ত শুরু পুলিশের
Web Desk, ABP Ananda
Updated at:
25 Aug 2017 08:24 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -