নয়াদিল্লি: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে গুলিবর্ষণে একাধিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে ট্যুইট বিরাট কোহলি সহ ক্রিকেটারদের। বন্দুকবাজের নিশানা হতে হতেও কোনওক্রমে রক্ষা পাওয়া নিউজিল্যান্ড সফরে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক। ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি বাংলাদেশি ক্রিকেটাররা সফর বন্ধ রেখে দেশে ফিরছেন। বিরাট নির্বিচারে গুলিবর্ষণকে ‘ট্র্যাজিক’, ‘ভয়াবহ আঘাত’ আখ্যা দিয়ে লিখেছেন, ক্রাইস্টচার্চের কাপুরুষোচিত আক্রমণে হতাহতদের জন্য রইল আমার হৃদয়ের গভীর সমবেদনা। বাংলাদেশি ক্রিকেটারদের জন্যও উদ্বেগ রইল। তোমরা ভাল, নিরাপদে থাক, প্রার্থনা করি।




শুক্রবার ক্রাইস্টচার্চের নূর মসজিদে প্রার্থনা করতে গিয়েছিলেন বাংলাদেশের কিছু ক্রিকেটার, সাপোর্ট স্টাফ। তখনই চলছিল গুলি। তাঁদের ভিতরে যেতে নিষেধ করা হয়। তাঁরা প্রাণভয়ে ছুটতে ছুটতে হোটেলে ফেরেন। বাতিল হয়ে গিয়েছে নিউজিল্যান্ড-বাংলাদেশ তৃতীয় টেস্ট, যা কাল থেকে শুরু হওয়ার কথা ছিল। নিউজিল্যান্ড ক্রিকেট তাদের অফিসিয়াল ট্যুইট হ্যান্ডলে এ কথা ঘোষণা করে। বলে, ক্রাইস্টচার্চের মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের প্রতি আমাদের আন্তরিক শোক, সমবেদনা রইল। হেগলে ওভাল টেস্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যৌথভাবে নিউজিল্যান্ড ক্রিকেট ও বাংলাদেশ ক্রিকেট কর্তৃপক্ষের আলোচনায়। দুদল ও তাদের সাপোর্ট স্টাফরা সুরক্ষিত রয়েছেন।



প্রাক্তন অস্ট্রেলিয়া ক্রিকেট অধিনায়ক মাইকেল ক্লার্ক মসজিদে গুলিচালনায় প্রাণহানির দুঃখজনক ঘটনায় শোক জানিয়ে ট্যুইট করেছেন, ক্রাইস্টচার্চ থেকে ভয়ঙ্কর খবর পেলাম। চরম বিপর্যয়। এমন চূড়ান্ত দুঃসময়ে ক্ষতিগ্রস্ত সবাইকে সমবেদনা, শোক, সহানুভূতি জানাই।
হরভজন সিংহও শোকস্তব্ধ। ট্যুইটে লিখেছেন, ভয়ঙ্কর খবরটা শুনে চমকে উঠেছি। আমি বিপর্যস্ত। আরেকটা সন্ত্রাসবাদী হামলা। এ কোথায় যাচ্ছি আমরা! এই কাপুরুষদের কোনও জাত-ধর্ম নেই। হতাহতদের সকলের জন্য প্রার্থনা করছি।