নয়াদিল্লি: ৩,৬০০ কোটি টাকার অগাস্টা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারিতে দালালির অভিযোগে অভিযুক্ত ব্রিটিশ নাগরিক ক্রিশ্চিয়ান মিশেলকে পাঠানো হচ্ছে ভারতে। এখানেই তার বিচার হবে। আজ দুবাই বিমানবন্দরে তাকে নামানো হয়েছে, সেখান থেকে পাঠানো হবে ভারতে।
ভিভিআইপি চপার কেলেঙ্কারিতে অভিযুক্ত ৫৪ বছরের মিশেলকে ভারতে প্রত্যর্পণের জন্য নিম্ন আদালতের রায়ে সিলমোহর দিয়েছে উচ্চতর আদালত। সিবিআই ও ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তের ভিত্তিতে গত বছর ভারত তার প্রত্যর্পণ চেয়ে সরকারিভাবে সংযুক্ত আরব আমিরশাহিকে অনুরোধ করে। ইডি ২০১৬-র জুনে মিশেলের বিরুদ্ধে যে চার্জশিট দাখিল করেছে, তাতে বলা হয়েছে, অগাস্টা ওয়েস্টল্যান্ড চুক্তিতে মধ্যস্থতা করে ৩০ মিলিয়ন ইউরো বা ২২৫ কোটি টাকা পেয়েছে সে। ভারতের থেকে ১২টি অত্যাধুনিক হেলিকপ্টারের বরাত পেতে আগ্রহী সংস্থাটি থেকে ওই টাকা সে দালালিস্বরূপ পায়।
আদালত মিশেলের বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করার পর ইডি ও সিবিআই- দুই তদন্তকারী সংস্থাই তার বিরুদ্ধে ইন্টারপোল রেড কর্নার নোটিশ জারি করে। সে ছাড়াও এই মামলায় দালালির অভিযোগে গুইদো হাসকে ও কার্লো গেরোসার বিরুদ্ধে তদন্ত করছে তারা। ইডি তদন্ত বলছে, মিশেল তার দুবাইয়ের সংস্থা গ্লোবাল সার্ভিসেসের মাধ্যমে দুই ভারতীয় নাগরিকের সাহায্যে দিল্লিতে একটি মিডিয়া ফার্ম চালু করে। দুর্নীতি ও বেআইনি কাজকর্মের মাধ্যমে অগাস্টা ওয়েস্টল্যান্ড থেকে সে যে টাকা পায়, তা দিয়ে তৈরি হয় এই সংস্থা।
অগাস্টা ওয়েস্টল্যান্ড কাণ্ড: অন্যতম অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিশেলকে প্রত্যর্পণ করা হচ্ছে ভারতে
ABP Ananda, Web Desk
Updated at:
04 Dec 2018 08:36 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -