নয়াদিল্লি: ধূমপায়ী ও তামাক ব্যবহারকারী পকেটে টান এবারের বাজেটেও। তামাকজাত নেশার ওপর এবারও খড়্গহস্ত অর্থমন্ত্রী অরুণ জেটলি। সিগারেট ও তামাতজাত পণ্যের ওপর করের হার বাড়ানো হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই দাম বাড়ছে সিগারেট, বিড়ি, পান মশলার মতো তামাকজাত পণ্যের। সিগারেটে শুল্ক প্রতি হাজারে বাড়ছে ৪০০৬ টাকা। পানমশলার কর ৬ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৯ শতাংশ। কাঁচা তামাকের ওপর কর ৪.২ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৮.৩ শতাংশ।
দাম বাড়িয়ে নেশার ওপর যেমন কোপ মারতে চেয়েছেন অর্থমন্ত্রী, তেমনি দূষণহীন শক্তি ব্যবহারকেও উত্সাহ দিয়েছেন কর হ্রাসের মাধ্যমে। তিনি সোলার টেম্পারড গ্লাস, ফুয়েল সেল ভিত্তিক বিদ্যুত্ উত্পাদন পদ্ধতি ও বায়ূচালিত এনার্জি জেনারেটরের কর কমিয়েছেন।
এক নজরে দেখে নেওয়া যাক- কোন পন্যগুলির দাম বাড়ল, কোনগুলির দাম কমল---
দাম কমল রেলের ই-টিকিট, নাইলন, সিএনজি, সোলার প্যানেল, ফিঙ্গার প্রিন্ট মেশিন, পিওএস মেশিন, ওয়াটার পিউরিফায়ারের।
আরও দামি হল সিগারেট, বিড়ি, গুটখা, পান মশলার মতো তামাকজাত পণ্য, রুপোর কয়েন, কাজুবাদাম, মোবাইল ফোনের সার্কিট, এলইডি বাল্ব, সোলার প্যানেলে ব্যবহৃত সোলার টেম্পারড গ্লাস, বায়ূচালিত এনার্জি জেনারেটর।