নয়াদিল্লি:  বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করতে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স আজ তাদের জওয়ানদের উদ্দেশ্যে একাধিক নির্দেশাবলী প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে বিমানবন্দরের নিশ্ছিদ্র নিরাপত্তা জোনে এখন থেকে আর পোশাক না পরে, সম্পূর্ণ তৈরি না হয়ে ঢোকা যাবে না। এমনকি বিমানবন্দর চত্বরে হাই-সিকিউরিটি জোনে থাকলে তাঁরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না, যেতে পারবেন না টয়লেটেও। সম্প্রতি সিআইএসএফ-এর বেশ কয়েকজন জওয়ানদের বিরুদ্ধে মাদক এবং সোনা পাচারের অভিযোগ উঠেছে।


দেশের ৫৯ টি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ-এর অধীনে থাকা এই আধাসামরিক বাহিনী। সাম্প্রতিক বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখে সিআইএসএফ তাদের কর্তব্যরত জওয়ান এবং অফিসারদের জন্যে একগুচ্ছ নয়া নির্দেশাবলী প্রকাশ করেছে। প্রসঙ্গত, এই ৫৯টি বিমানবন্দরের মধ্যে কয়েটি নিরাপত্তার দিক দিয়ে অতিরিক্ত স্পর্শকাতর ক্যাটাগরিতে পড়ে।

সিআইএসএফ প্রধান ও.পি সিংহ জানিয়েছেন, গত কয়েকবছর ধরে বিমানবন্দরের ভেতর সিআইএসএর জওয়ানদের মোবাইল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা ছিল। এবার সেই নিয়মটি আরও কঠিনভাবে লাগু করা হবে।কেউ লঙ্ঘন করলে তাঁকে কড়া শাস্তির সম্মুখীন হতে হবে।

প্রসঙ্গত, সম্প্রতিই বেঙ্গালুরু এবং চেন্নাই থেকে দুই জওয়ানকে মাদক এবং সোনা পাচারচক্রের সঙ্গে যোগ থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। এছাড়া সিআইএসএফ প্রধান জানিয়েছেন, যে নিরাপত্তাকর্মীরা স্নিফার ডগ এবং বোমা নিষ্ক্রিয়করণের কাজে যুক্ত তাঁদের ওপরও কড়া নজর রাখা হবে। কারণ নিরাপত্তার খাতিরেই তারা বিভিন্ন এলাকায় চলে যেতে পারে। গোপন সূত্রে খবর, এঁদের অনেকেরই মাদক বা সোনা পাচারের সঙ্গে যুক্ত থাকার খবর পাওয়া গিয়েছে।